AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nusrat Jahan: নুসরতকে ‘তুই তোকারি’ করে গালাগাল, ধেয়ে এল কটূক্তি, নেপথ্যে এই কারণ

Nusrat Jahan: আজ শনিবার। সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে ইদ। সাধারণ থেকে তারকা সবাই মেতেছেন খুশির মেজাজে।

Nusrat Jahan: নুসরতকে 'তুই তোকারি' করে গালাগাল, ধেয়ে এল কটূক্তি, নেপথ্যে এই কারণ
নুসরত জাহান।
| Edited By: | Updated on: Apr 22, 2023 | 6:39 PM
Share

আজ শনিবার। সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে ইদ। সাধারণ থেকে তারকা সবাই মেতেছেন খুশির মেজাজে। বাকি তারকাদের মতো অভিনেত্রী -সাংসদও নুসরত জাহানও পোস্ট করেছিলেন খুশির ইদের ছবি। হালকা গোলাপি পোশাকে হাতে খাবারের প্লেট নিয়ে শেয়ার করেছিলেন বেশ কিছু ছবি। ক্যাপশনে লিখেছিলেন, “ইদের সবচেয়ে আনন্দের বিষয় হল, এই খাওয়াদাওয়া। কিন্তু সে কারণে যে এতটা অসম্মানের মুখে পড়তে হবে তাঁকে, তা হয়তো নিজেও ভাবেননি নুসরত। ধর্ম নিয়ে উড়ে এল একের পর এক কুৎসিত মন্তব্য। তুই-তোকারি করে গালিগালাজ করা হল তাঁকে। একজন লিখলেন, “তোর আবার কীসের ইদ?মুসলিমের থেকে হিন্দু ধর্ম পছন্দ করিস, তোর আবার কীসের দিন?” এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, “তোমার ধর্ম কী? তুমি তো হিন্দুকে বিয়ে করেছ”। ধর্ম নিয়ে নুসরতকে তুলোধনার ঘটনা নতুন কিছু নয়। এর আগে বিজয়ার শুভেচ্ছা জানানোর সময়েও ট্রোল্ড হতে হয় তাঁকে। যদিও বারংবার তুলোধনার সম্মুখীন হয়ে এ নিয়ে মুখ খুলেছিলেন নুসরত বলেছিলেন, “আমি ভগবানের মানসসন্তান।” তাঁর কাছে সকল ধর্মই যে সমান সে কথা বারেবারেই অতীতেও মনে করিয়ে দিয়েছেন নুসরত।

নুসরততে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা সব সময়েই হয়। টলিউডের চর্চিত জুটি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। তাঁদের প্রেম, বিয়ে নিয়ে মানুষের মনে বড়ই কৌতুহল। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই যশের প্রেমে পড়েন নুসরত। তারপর সমালোচনা কম হয়নি। নুসরত ও নিখিলের বিয়ে কেন টিকল না, সে অন্য প্রসঙ্গ। কিন্তু যশ ও নুসরতের প্রেম কীভাবে শুরু হয় জানেন? হার মানাবে সিনেমাকেও। এক সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমে পড়েন দু’জনে। এক টক শো নায়িকা জানিয়েছিলেন তিনি ও যশ নাকি ব্রেকআপ করবেন বলে স্থির করে নিয়েছিলেন। কিন্তু বাস্তবে ঘটেছিল অন্য কাণ্ড। গাড়ি নিয়ে নুসরতের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন যশ। নায়িকাকে বলেছিলেন, হয় নুসরত নিচে নামবেন অথবা যশ উপরে আসবেন। নুসরতের কথায়, “সেদিন আমাদের ব্রেকআপ হওয়ার কথা ছিল। কিন্তু না, হয়নি।” ব্রেকআপের বদলে দু’জনে সিদ্ধান্ত নেন তাঁরা নাকি পালিয়ে যাবেন। সমালোচনা যে হবে তা জানতেন দু’জনেই। কিন্তু নায়িকা সামনে আসার পর নায়কের ব্রেকআপ প্ল্যান ভন্ডুল। সারাজীবন একসঙ্গে থাকার প্ল্যান করেন তাঁরা। নুসরত ও যশের সম্পর্কের কথা সামনে আসার কিছু সময় পরেই সামনে আসে নুসরতের মা হওয়ার খবর। যদিও যশ পরবর্তীতে জানিয়েছিলেন, নুসরত সন্তান রাখতে নাকি চান না, তা তিনি তাঁর উপরেই ছেড়ে দিয়েছিলেন। নুসরত ছেয়েছিলেন মা হতে। ২০২১-এ তিনি জন্ম দেন পুত্রসন্তানের। মাঝে মধ্যেই বিতর্ক ঘিরে রাখে নুসরতকে। তবু নিজের শর্তে বাঁচেন বসিরহাটের সাংসদ।