কোভিড যুদ্ধে সামিল নুসরত জাহান, বসিরহাটে খুললেন সেফ হোম

May 22, 2021 | 6:30 PM

শুধু আক্রান্তদের জন্য আইসোলেশন নয়, তাতে রয়েছে কমিউনিটি কিচেনের ব্যবস্থাl

কোভিড যুদ্ধে সামিল নুসরত জাহান, বসিরহাটে খুললেন সেফ হোম
নুসরত জাহান। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

কোভিডের কঠিন পরিস্থিতিতে মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছেl শুধু আম জনতা নন, সেলেব্রিটিরাও নিজেদের ওয়ালে খোঁজ দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে আইসিইউ বেডের। ঋদ্ধি সেন, পরমব্রত, সৃজিত, যিশু, ইন্দ্রদীপ থেকে শুরু করে সায়ন্তিকা-সায়নীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেনl সেই একই পথে হাঁটলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহানl

বসিরহাটের মানুষদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী-সাংসদl কোভিড আক্রান্তদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে সেফ হোম খুললেন নুসরতl আক্রান্ত যাঁদের শরীরে কোভিডের সামান্য উপসর্গ দেখা দিচ্ছে, তাঁদের জন্য বসিরহাটের ভ্যাবলা পলিটেকনিক কলেজে খুললেন সেফ হোম l শুধু আক্রান্তদের জন্য আইসোলেশন নয়, তাতে রয়েছে কমিউনিটি কিচেনের ব্যবস্থাl

আরও পড়ুন ভীষণ পছন্দ হয়েছিল স্ক্রিপ্ট, তবু ‘ধ্যানচাঁদ’ বায়োপিক প্রত্যাখ্যান করলেন বরুণ ধাওয়ান

 

কিছুদিন আগে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যিনি এবারের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া থেকে জয়লাভ করতে পারেননি তিনি। তবু হেরে গিয়েও মানুষের পাশে, মানুষের জন্য কাজ করে চলেছেন তিনি। কলকাতায় বসেই বাঁকুড়াবাসীদের জন্য দুয়ারে অক্সিজেন, খাবার এবং সেফ হোমের ব্যবস্থা করলেন তিনি। প্রত্যক্ষ রাজনীতিতে রয়েছেন বলেই তা কিছুটা হলেও সহজ হয়েছে বলে মনে করছেন অভিনেত্রী-তৃণমূল নেত্রী।

ভোটে তিনি জিততে পারেননি। কিন্তু মানুষের পাশে থাকার বার্তা নিয়ে এগিয়ে চলেছেন। মানুষের পাশে এই থাকার পেছনে ভোট-রাজনীতি যুক্ত হওয়া বা পরাজিত হওয়া কি খুব প্রভাব ফেলল? সায়ন্তিকার কথায়, “আমার বাবার করোনা হয়েছে। সে জন্য আমি বাড়িতে। অথচ দেখুন বাড়িতে থেকেও আমি কিন্তু বাঁকুড়ায় কাজগুলো করে যাচ্ছি। যেমনটা ঠিক ওয়ার্ক ফ্রম হোমে হয়। আমাদের পেশায় তো ওয়ার্ক ফ্রম হয় না। এই প্রথম এরকম অভিজ্ঞতা। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার কোথাও গিয়ে কাজ এগিয়ে নিয়ে যেতে সুবিধে তো হয়েছেই।” বাবা করোনামুক্ত হলেই শীঘ্রই বাঁকুড়া যেতে চান অভিনেত্রী।

Next Article