ভীষণ পছন্দ হয়েছিল স্ক্রিপ্ট, তবু ‘ধ্যানচাঁদ’ বায়োপিক প্রত্যাখ্যান করলেন বরুণ ধাওয়ান
বরুণের ফিল্মি পাইপলাইনে চার-চারটি ছবি রয়েছে। ‘যুগ যুগ জিও’, অমর কৌশিকের ‘ভেড়িয়াঁ’, সাজিদ নাদিয়াওয়ালার ‘সঙ্কি’ এবং শ্রীরাম রাঘওয়ানের ‘এক্কিস’।
গত দশ বছরে বিভিন্ন কারণে শুধুমাত্র একটি বায়োপিকের নাম একাধিকবার শিরোনামে উঠে এসেছে। হ্যাঁ, কিংবদন্তি হকি খেলোয়ার, ধ্যানচাঁদ। পরিচালক করণ জোহর ফিল্মটি সত্ব কেনেন এবং তিনি চেয়েছিলেন ছবিতে শাহরুখ খানই হোক ধ্যানচাঁদ। কিন্তু পোস্ট প্রোডাকশনে সময় লাগার কারণে প্রোজক্ট শুরু করা যায়নি। তবে, এখন রনি স্ক্রুওয়ালার প্রযোজনা সংস্থা ফিল্মের সত্ব কেনে এবং বেশ বড় মারপে ২০২২ সালে ছবি নির্মাণের কথা ভাবছে।
আরও পড়ুন “তুমিই পারো ২১৭ দিনের বক্সঅফিস রেকর্ড গড়তে”, ‘গুরু’ স্বাতীলেখা সেনগুপ্তর জন্মদিনে লিখলেন শিবপ্রসাদ
অভিষেক চৌবে ছবিটি পরিচালনা করবেন, অন্যদিকে চিত্রনাট্য পরিচালকের সঙ্গে লিখবেন সুপ্রতীক সেন। তবে ফিল্ম নির্মাণের ক্ষেত্রে হাত বদলের পরও ফিল্মটি এগচ্ছে না। কারণ?
রনি ফিল্মটি নিয়ে একজন প্রথম সারির অভিনেতার কাছে গিয়েছিলেন, যিনি এখন এটিকে প্রত্যাখ্যান করেছেন। সূত্রের খবর, “আরএসভিপি সিনেমাটির প্রস্তাব নিয়ে বরুণ ধাওয়ানের কাছে এসেছিল। বরুণের স্ক্রিপ্টটি ভীষণ ভাল লাগে এবং গোটা প্লট তাঁর পছন্দও হয়। তবে সমস্যাটি ছিল যে এই বছর লকডাউন শেষের প্রায় সঙ্গে সঙ্গেই প্রযোজনা সংস্থার বরুণের শুটিং ডেটগুলো দরকার ছিল। বরুণ ইতিমধ্যে বেশ কয়েকটি ছবির সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি এটির জন্য একটিও ডেট করতে পারেননি। তার উপর প্রস্তুতি এবং শুটের জন্য আরও অনেক সময়ের প্রয়োজন। সুতরাং তাকে অফারটি প্রত্যাখ্যান করতে হয়।”
বরুণের ফিল্মি পাইপলাইনে চার-চারটি ছবি রয়েছে। ‘যুগ যুগ জিও’, অমর কৌশিকের ‘ভেড়িয়াঁ’, সাজিদ নাদিয়াওয়ালার ‘সঙ্কি’ এবং শ্রীরাম রাঘওয়ানের ‘এক্কিস’।