Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Valentine’s Day 2022: আমার কোনও তাড়া নেই, তোমায় চিনছি ধীরে, নিচ্ছি সময়: যশকে নুসরত

২০২১-এর গোটা বছর জুড়েই নুসরত ও যশ ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁর মাতৃত্ব। সন্তানের পিতৃ পরিচয় নিয়ে বারেবারেই উঠেছিল নানা প্রশ্ন। যদিও টিভিনাইন বাংলার কাছেই প্রথম সন্তানের বাবাকে নিয়ে মুখ খুলেছিলেন তিনি।

Valentine's Day 2022: আমার কোনও তাড়া নেই, তোমায় চিনছি ধীরে, নিচ্ছি সময়: যশকে নুসরত
যশকে নুসরত
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2022 | 3:25 PM

গত বছরও প্রেম দিবস একসঙ্গে কাটিয়েছিলেন তাঁরা। তবে সেই উদযাপন প্রকাশ্যে আনেননি। কারণ তখনও গুঞ্জন শোনা গেলেও প্রেম ছিল আড়ালেই, লাগেনি শিলমোহর। এরপর পেরিয়েছে অনেকখানি পথ। এসেছে ঈশান। গোপনীয়তার আড়াল গিয়েছে সরে। নুসরত জাহান ও যশ দাশগুপ্ত জীবনে এখন ‘অন্য বসন্ত’। প্রেম দিবসেও সেই বসন্তে ফাগুনের রঙ। নুসরতের রাঙা সিঁথি আর যশের অনুরাগে যেন ঝলকে উঠল ভালবাসার রঙমশাল।

ইনস্টাগ্রামের ছোট্ট ভিডিয়োতে উঠের পিঠে ভ্রমণ, রেড ওয়াইন আর রাজস্থানি লোকনৃত্য যেন বুঝিয়ে দিল তাঁদের জীবনে প্রতিদিনই প্রেমের উদযাপন। কটাক্ষ কি বন্ধ হল? উত্তর, ‘না’। বরং কটাক্ষকে দূরে সরিয়ে নুসরত দিলেন এক বার্তা।। লিখলেন, “আমার কোনও তাড়া নেই। তোমায় ধীরে ধীরে বুঝছি। সময় নিচ্ছি। আমাদের আত্মা তো এক জিনিসেই তৈরি, তোমার ও আমার।”

২০২১-এর গোটা বছর জুড়েই নুসরত ও যশ ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁর মাতৃত্ব। সন্তানের পিতৃ পরিচয় নিয়ে বারেবারেই উঠেছিল নানা প্রশ্ন। যদিও টিভিনাইন বাংলার কাছেই প্রথম সন্তানের বাবাকে নিয়ে মুখ খুলেছিলেন তিনি। জানিয়েছিলেন, ঈশানকে তিনি এবং যশ দুজনেই সামলাচ্ছেন বাবা হিসেবে যশকে ফুল মার্কসও দিয়েছিলেন। বলেছিলেন, “যশ ইজ অ্যান অ্যামেজিং ফাদার। ও আছে বলেই আমি সবটা সামলে নিতে পারছি। আমি যখন শুটিংয়ে বের হচ্ছি তখন ঈশানকে দেখে রাখছে ও। আবার ও যখন শুটিংয়ে বের হচ্ছে তখন ঈশানকে দেখছি আমি। যদি নম্বর দিতেই হয় তবে বাবা হিসেবে যশকে আমি দশের মধ্যে এগারো দেব আমি।” কাজ নিয়ে দুজনেই ব্যস্ত। একসঙ্গে ছবিও করছেন দুজনে। নুসরতের ছবি মুক্তি পেয়েছে গত মাসে। খবর বলছে , অভিনেতা যশও নাকি শীঘ্রই ওপার বাংলার এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধবেন।

তবে এসবের মধ্যেই বেড়েছে প্রেম। সম্পর্ক হয়েছে আরও গভীর। সম্পর্কের লুকোছাপাও আর নেই বহুদিন। প্রেম দিবসে দেখা মিলল সেই ঝলক। ‘পিকচার তো অভি বাকি হ্যায়…’।