যশের সাম্প্রতিক ইনস্টা পোস্ট ঘিরে ফিসফাস, ‘কার উদ্দেশ্যে’? প্রশ্ন নেটিজেনদের
অন্যদিকে দু'দিন আগে নুসরতের স্বামী নিখিল জৈনও একটি সেলফি পোস্ট করেছিলেন। তাঁর ক্যাপশনও ছিল নজরকাড়া। লিখেছিলেন,"কর্ম সবসময় তোমার লোকেশন ট্র্যাক করে চলেছে।”
দিন কয়েক ধরেই তিনি চর্চায়। দখল করেছেন পেজ থ্রি’র শিরোনাম। নুসরত জাহানের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিক ভাবেই জড়িয়েছে যশ দাশগুপ্তের নাম। কারণ নুসরতের সঙ্গে এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন তিনি।
যশ যদিও প্রথম থেকেই নিরব। নুসরতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে টিভিনাইন বাংলার কাছে এর আগে এক সাক্ষাৎকারে মুখ খুললেও নুসরতের এই নতুন খবরে এখনও পর্যন্ত টুঁ শব্দটিও করেননি তিনি। মুখ খোলেননি নুসরত। টলিপাড়ার গুঞ্জন বলছে, বেশ কিছুদিন আগে নাকি তাঁদের দেখা গিয়েছিল মধ্য কলকাতার এক নামজাদা বেসরকারি হাসপাতালেও। তবে এ সবের মধ্যেই ইনস্টাগ্রামে তাঁর সক্রিয়তা এতটুকু কমাননি যশ। নিয়ম করে প্রায় প্রত্যেকদিনই তাঁর রকমারি পোস্ট দেখা যাচ্ছে ভেরিফায়েড ইনস্টা অ্যাকাউন্টে। এমনকি ফ্যানমেড নানা ভিডিয়োও শেয়ার করছেন ইনস্টা স্টোরিতেই।
View this post on Instagram
এরই মধ্যে তাঁর সাম্প্রতিক এক ইনস্টা পোস্টের ক্যাপশন ঘিরেই যত হইচই। নিজের এক মিরর সেলফি পোস্ট করেছেন যশ। ক্যাপশনে লিখেছেন, “গভীর দেখাতেই ওরা জল ঘোলা করে…”। নেটিজেনদের প্রশ্ন, যশের পোস্টে এই ‘ওরা’ আদপে কারা? নিছকই ক্যাপশন নাকি লুকিয়ে রয়েছে অন্য কোনও গাঢ় অর্থ?
অন্যদিকে দু’দিন আগে নুসরতের স্বামী নিখিল জৈনও একটি সেলফি পোস্ট করেছিলেন। তাঁর ক্যাপশনও ছিল নজরকাড়া। লিখেছিলেন,”কর্ম সবসময় তোমার লোকেশন ট্র্যাক করে চলেছে।”
আরও পড়ুন- ‘পুরুষ তো শেষ পর্যন্ত পুরুষই…’, নুসরতের মা হওয়ার খবরে মুখ খুললেন তসলিমা
View this post on Instagram
নুসরত মা হচ্ছেন, এ খবর ছড়িয়ে প্রকাশ্যে আসতেই TV9 বাংলার পক্ষ থেকে ফোন করা হয়েছিল নিখিল জৈনকে। তিনি বলেন, “তাঁর (নুসরত) জীবন সম্পর্কে কোনও মতামত নেই… সে আমার জীবনে নেই এবং তাঁর আর কোনও জায়গা নেই। আমি গত সাত মাস ধরে নিজেকে আলাদা করে রেখেছি, পোস্ট ‘এসওএস কলকাতা’। আমি জানি না ওঁর জীবনে কী চলছে, সে কার সঙ্গে থাকে কিংবা কার সন্তানের মা সে। জনগণ-মিডিয়া আরও ভাল জানেন।”
ইন্ডাস্ট্রির অন্দরে এখনও চলছে অবিরাম ফিসফাস। নুসরত কবে মুখ খোলেন তার অপেক্ষাতেই সাধারণ থেকে সেলেবমহল।