জোর জল্পনা শুরু টলিউড অন্দরমহলে। মা হতে চলেছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। কয়েক মাস আগে শহরের এক নামজাদা ক্লিনিকের সামনেও দেখা গিয়েছে তাঁর ‘বন্ধু’ যশের সঙ্গে। গত সাত-আট মাস ধরে একসঙ্গে থাকছেন না নুসরত এবং তাঁর স্বামী নিখিল জৈন। এও শোনা যাচ্ছিল, বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন নিখিল-নুসরত। তবে এ বিষয়ে মুখ খোলেননি কোনও পক্ষই।
নুসরত মা হচ্ছেন, এ খবর ছড়িয়ে পড়তে TV9 বাংলার পক্ষ থেকে ফোন করা হল নুসরতের স্বামী নিখিল জৈনকে। তিনি বলেন, “তাঁর (নুসরত) জীবন সম্পর্কে কোনও মতামত নেই… সে আমার জীবনে নেই এবং তাঁর আর কোনও জায়গা নেই। আমি গত সাত মাস ধরে নিজেকে আলাদা করে রেখেছি, পোস্ট ‘এসওএস কলকাতা’। আমি জানি না ওঁর জীবনে কী চলছে, সে কার সঙ্গে থাকে কিংবা কার সন্তানের মা সে। জনগণ-মিডিয়া আরও ভাল জানেন।”
বেশ কিছুদিন ধরে একসঙ্গে দেখা যাচ্ছে, যশ-নুসরতকে। তাঁর ইনস্টাগ্রাম স্টোরি দেখেও যশের সঙ্গে ঘনিষ্টতা আঁচ করা যায়। এও শোনা যাচ্ছে বালিগঞ্জের বাড়িতে নুসরত এখন থাকছে না।