নুসরত জাহান– বিতর্ক তাঁর সঙ্গী। নিখিল জৈনের সঙ্গে ঘর ভাঙার পর যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। যদিও সে কথা বাইরে বলতে সে সময় স্বচ্ছন্দ ছিলেন না দু’জনেই। প্রকাশ্যে আসে নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। চতুর্দিকে ওঠে কলরব, সন্তানের বাবা কি তবে যশই? হয় বিস্তর জলঘোলা। ২০২১-এ মা হন নুসরত। ছেলের নাম দেন ঈশান। মা নুসরত ও বাবা যশ– ছেলের জন্মের শংসাপত্রে লেখা ছিল তেমনটাই। সে যাই হোক, তারপর কেটেছে বহু দিন। তাঁদের বিতর্কও এখন ফিকে। তবে জানেন কি নুসরতের আরও এক সন্তান রয়েছে? নাই বা হল সে রক্ত মাংসের মানুষ। ঈশানের থেকে থাকে কোনও অংশে ভালবাসেন না নুসরত। মাঝেমধ্যেই করেন তার ছবি শেয়ার। আর সেও নুসরতের নিশ্চিন্ত আশ্রয়ে দিব্যি ছবি তোলে। আদপে সে চারপেয়ে, যশের পোষ্য হলেও এখন সে নুসরতেরও। তাঁকে নিয়ে সপ্তাহান্তে অলস ছবি শেয়ার নুসরতের। ক্যাপশনে লিখেছেন, “ফ্যাম টাইম”, অর্থাৎ কিনা পরিবারের জন্য সময়। হ্যাশট্যাগ লিখেছেন ‘ডগমম’। সন্তান স্নেহে লালন করছেন এতদিন।
প্রসঙ্গত, দু’দিন আগেই নুসরতকে নিয়ে এক প্রস্থ জলঘোলা হয়। তাঁর এলাকা বসিরহাটে এক কলেজের নবীন বরণ অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড গায়ক মিকা সিং। ওই অনুষ্ঠানেই মিকা সিংয়ের গানের ছন্দের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা নুসরতকে। ওদিকে নুসরত জাহান শুধু এলাকার সাংসদই নন, বসিরহাট কলেজের ম্যানেজিং কমিটিতেও রয়েছেন তিনি। কলেজের নবীন বরণের অনুষ্ঠানে এলাকার সাংসদ তথা কলেজের ম্যানেজিং কমিটির সদস্যের এই নাচ নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। বাঁকা মন্তব্য করতে ছাড়ে না বিজেপি শিবির। বিজেপি যুব মোর্চার বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি পলাশ সরকার বলেন, “সাংসদ কলেজের অনুষ্ঠানে নাচতেই পারেন। নাচ-গান মানসিক ও শারীরিক স্বাস্থ্য ঠিক রাখে। তবে, এসবের পাশাপাশি বসিরহাটের উন্নয়ন সম্পর্কে তিনি যদি উদাসীন না হতেন, তাহলে তা ভাল হত। অন্যদিকে বাঁকা খোঁচার পাল্টা দেয় স্থানীয় তৃণমূল নেতৃত্বও। তৃণমূলের বক্তব্য, “আনন্দ করা দোষের কিছু নয়। সাংসদ একজন শিল্পী ও নায়িকা। সাংসদের এই কাজে আমাদের যুব প্রজন্ম আরও বেশি উজ্জীবিত হচ্ছে। সাংসদ হিসেবে নন, শিল্পী হিসেবেই তিনি নাচগান করেছেন বলে ব্যাখ্যা তৃণমূল শিবিরের।”