Nusrat Jahan: ‘ইনিও সাংসদ’! ভিজে শরীরে নুসরতের সেই ভিডিয়ো ভাইরাল হতেই তুলোধনা

Nusrat Jahan: একদিকে তিনি বসিরহাটের সাংসদ, অন্যদিকে তিনি নায়িকা-- নুসরত জাহান। কটাক্ষ থেকে সমালোচনা যার নিত্যদিনের সঙ্গী। এ হেন নুসরত জাহানের একটি ভিডিয়ো নিয়ে শুরু হয়েছে জোরদার সমালোচনা।

Nusrat Jahan: 'ইনিও সাংসদ'! ভিজে শরীরে নুসরতের সেই ভিডিয়ো ভাইরাল হতেই তুলোধনা
নুসরত জাহান।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2023 | 10:15 PM

একদিকে তিনি বসিরহাটের সাংসদ, অন্যদিকে তিনি নায়িকা– নুসরত জাহান। কটাক্ষ থেকে সমালোচনা যার নিত্যদিনের সঙ্গী। এ হেন নুসরত জাহানের একটি ভিডিয়ো নিয়ে শুরু হয়েছে জোরদার সমালোচনা। পরনে হলদে বিকিনি। সুইমিং পুল থেকে ভিজে শরীরে উঠে আসছেন বসিরহাটের সাংসদ। বুকের বাঁ দিকে ‘ভিক্টরি’ লেখা ট্যাটু জ্বলজ্বল করছে তাঁর– ‘সাংসদের এত বোল্ড অবতার’! না, ছেড়ে কথা বলেননি নেটিজেনরা। হয়েছে বডি শেমিং, এমনকি মন্তব্যের মাধ্যমে যৌন হেনস্থার মুখোমুখিও হতে হয়েছে তাঁকে।

সম্প্রতি পার্টনার যশ দাশগুপ্তের সঙ্গে বিদেশে বেড়াতে গিয়েছিলেন নুসরত। যদিও ছেলে ঈশান তাঁদের সঙ্গে ছিল না। ভিডিয়োটি তোলা ঘুরতে গিয়েই। এর আগেই ওই একই পোশাকে কিছু স্টিল ছবি শেয়ার করেছিলেন নুসরত। সে সময়ও তা নিয়ে কটাক্ষ কিছু কম হয়নি। তাঁর হাতে কাটা দাগ দেখে অনেকের মনে অনেক প্রশ্নও জেগেছিল। নুসরত সমালোচিত হন। কেউ লেখেন, “শুকনো কাঠ লাগছে’। আবার কেউ বা লেখেন, “আপনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব না হতেই তাহলে হয়তো এই সব লিখতাম না। তবে আপনি জনপ্রতিনিধি। আপনাকে দেখে অনেকে শেখে। তাই এমন কিছু করবেন না যাতে আপনাকে রোল মডেল মানতে অসুবিধে হয়।”

তবে সমালোচনায় যে নুসরত দমে যাননি, এই ভিডিয়ো যেন সেই প্রমাণই দিচ্ছে। নিজেকে নিয়ে, নিজের শরীর নিয়ে তিনি আত্মবিশ্বাসী। মা হয়েছেন কিছু বছর আগে। যদিও নিজেকে কীভাবে ফিট রেখেছেন আগের মতোই তা দেখেও অবাক হচ্ছেন কেউকেউ।