Nusrat Jahan: খুঁতকেই আপন করে নিচ্ছি, আমরা যে মানুষ: নুসরত জাহান

Nusrat Jahan: চোখের তলায় কালি স্পষ্ট। চোখ কাজলবিহীন, ঠোঁটে নেই কোনও কৃত্তিম রঙ-- এভাবেই বেশ কিছু ছবি পোস্ট নুসরতের।

Nusrat Jahan: খুঁতকেই আপন করে নিচ্ছি, আমরা যে মানুষ: নুসরত জাহান
নুসরত জাহান
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2022 | 7:02 PM

চর্চায় থাকেন নুসরত জাহান। চর্চায় থাকে তাঁর বক্তব্য। কখনও ব্যক্তিগত জীবনের জন্য খবরের শিরোনামে আবার কখনও বা তাঁর রাজনৈতিক জীবনও চলে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমনিতে ফ্যাশানিস্তা তিনি। পরিপাটি মেকআপ, সুন্দর সাজপোশাকে নিজেকে সাজিয়ে তোলেন প্রতি মুহূর্তে। কিন্তু নিয়ম ভাঙা? তা তো তাঁর স্বভাবসিদ্ধ। সোমবার শহর জুড়ে রাত নামতেই বিনা মেকআপে ছবি দিলেন নুসরত। একই সঙ্গে তাঁর কথায় উঠে এল খুঁতের কথাও।

চোখের তলায় কালি স্পষ্ট। চোখ কাজলবিহীন, ঠোঁটে নেই কোনও কৃত্তিম রঙ– এভাবেই বেশ কিছু ছবি পোস্ট নুসরতের। শুধু কি ছবি পোস্ট? সেই সঙ্গে এক অমোঘ উপলব্ধি অভিনেত্রীর। ক্যাপশন বলছে। এভাবেই নিজের খুঁতকে আপন করে নিতে চান তিনি। মেলে ধরতে চান সকলের সামনে। লিখেছেন, ‘আমরাও যে মানুষ’। সেলিব্রিটি হলেও দিনের শেষে আর পাঁচটা মানুষের মতোই স্বাভাবিকতায় ভরা তাঁর জীবন। এই বার্তাই দিতে চেয়েছেন নুসরত।

গত বছর পুজোর ঠিক আগেই মা হয়েছিলেন নুসরত। পুজোর সময়েই ছেলের ছবি শেয়ার করে চমকে দিয়েছিলেন তিনি। এক ফ্রেমে তিনি যশ ও ঈশানকে দেখে চলেছিল নানা চর্চা। তবে তার চেয়েও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল নুসরতে মাথায় সিঁদুরের চিহ্ন। তিনি ও যশ কি বিবাহিত উঠেছিল সে প্রশ্নও। বছর ঘুরতে যদিও সে বিতর্কও চাপা পড়ে গিয়েছে। এবারে পুজোর সময় জমিয়ে সেলিব্রেশন করেছেন তিনি, সঙ্গে ছিলেন যশ। মাথায় ছিল সিঁদুর। কিছুদিন আগেই ট্রোলের মুখে পড়তে হয়েছিল নুসরতকে। জনৈক নেটিজেন তাঁকে প্রশ্ন করেন, “মুসলিম হয়েও কেন অমুসলিম বিয়ে করেছ”? উত্তর এড়িয়ে না গিয়ে নুসরতও পাল্টা লেখেন, “কোন জগতে বাস করেন আপনি? আপনি কি আদপে মানুষ”? ধর্ম নিয়েও কটাক্ষের মুখে পড়তে হয়েছে নুসরতকে। নিখিল জৈনের সঙ্গে ‘বৈবাহিক’ সম্পর্কে থাকাকালীন তাঁর শাঁখা-সিঁদুর পরে রাজ্যসভায় যাওয়াকে কেন্দ্র করে হয়েছিল বিস্তর আলোচনা। সে সময় নুসরত বলেছিলেন, “আমি ভগবানের নিজের সন্তান”। নিখিলের সঙ্গে ‘অবৈধ’ বিয়ে, যশের সঙ্গে সন্তান– সব মিলিয়ে তাঁকে নিয়ে আলোচনা হয়েছে বহুবারই। তবু নুসরত বলেছেন ইতিবাচকতার কথা। বলেছেন, ট্রোলিংকে পাত্তা না দিয়ে এগিয়ে যেতেই চান তিনি।