‘এটাকে ঢেউয়ে রাখা… চুল হোক বা সমুদ্র’-এই ক্যাপশন দিয়ে অভিনেত্রী-সাংসদ নুসরৎ জাহান কতগুলো ছবি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে। নীল-গোলাপি ছাপায় মোনোকিনিতে তিনি সমুদ্রতটে। তিনি ছবি পোস্ট করতেই লাইক, কমেন্টে ভরে গিয়েছে মন্তব্য বাক্স। অভিনেত্রী শ্রাবন্তী আগুনের ইমোজি দিয়েছেন। যশও তাই। সঙ্গে ‘ওয়াও’ ক্যাপশন। যশের ক্যাপশনে একজন নেটিজ়েন লিখেছেন আগুনের ইমোজি দিয়ে, ‘যশ পাগল হয়ে যাবেন’। সুন্দরী নুসরৎ থেকে লাল হৃদয়ে তাঁদের ভালবাসা ছড়িয়েছেন ভক্তরা। কারও মন্তব্য ‘পাতলা সুন্দরী’ বলেও। সৌভিক দে নামে একজনের মন্তব্য, ‘পিছনের পাহাড়টা না বরফে ঢাকা ছিল আপনাকে দেখে জল হয়ে গেছে’। অরিন্দম মুখোপাধ্যায় বলে একজনের মন্তব্য, ‘মহানায়িকার রূপ দেখে মুগ্ধ..আর একটি পুরস্কার রেডি…হাসির স্মাইলি’।
তবে শুধু ভাল মন্তব্যই নয়, রয়েছে তাঁর চেহারা নিয়েও কটাক্ষ। কেউ বলেছেন, ‘মাইনাস জিরো ফিগার’। আবার কেউ লিখেছেন, ‘কত সুন্দর ছিলে একসময়, আর এখন তো পুরো হাড়গোড় বেরিয়ে যাচ্ছে…এর থেকে মনে হয় আমায় ভাল লাগে’। কোনও ভক্ত আবার চিন্তাও প্রকাশ করেছেন তিনি সুস্থ কি না এই ভেবে। কারও মতে আবার এই চেহারা দেখিয়ে তিনি ভোটে জিতেছেন। তাঁর ধর্মের উল্লেখ করে আবার কারও প্রশ্ন, তিনি এমন পোশাকের ছবি কীভাবে দিতে পারেন। কেউ আবার তাঁকে প্রশ্ন করেছেন, এই চেহারা নিয়ে কী আর একটা বিয়ে করবেন? কেউ বলেছেন, পর্ন ছবির শুটিং করছেন। কেউ আবার যক্ষা রুগী বলতেও ছাড়েনি। ‘এখন আর দেখতে ভাল লাগে না, কী ছিল কী হয়ে গেলো’, এমন মন্তব্যও রয়েছে কমেন্ট বক্সে।
জন প্রতিনিধি হয়ে এমন ছবি দেওয়া নিয়েও রয়েছে খোচা। একজন সাংসদ হয়ে এমন ছবি দিয়ে নিজের কী ভাবমুর্তি তৈরি করছেন বলেও প্রশ্ন রয়েছে। রয়েছেন পরামর্শও খাওয়া-দাওয়া করে সুস্থ হওয়ার।