Nusrat Jahan: নতুন বছরে পুরোপুরি বদলে গেলেন নুসরত? রইল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 07, 2023 | 5:06 PM

Nusrat Jahan: বরাবরই নুসরত যেন ছক ভাঙা। ২০২১ সালে পুজোর ঠিক আগেই মা হয়েছিলেন নুসরত। পুজোর সময়েই ছেলের ছবি শেয়ার করে চমকে দিয়েছিলেন তিনি।

Nusrat Jahan: নতুন বছরে পুরোপুরি বদলে গেলেন নুসরত? রইল ভিডিয়ো
নতুন বছরে পুরোপুরি বদলে গেলেন নুসরত? রইল ভিডিয়ো

Follow Us

বদলে গেলেন নুসরত জাহান? সাংসদ-অভিনেত্রী নিজেই বলছেন সে কথা। নতুন বছর নতুন ভাবে শুরু করেছেন তিনি। লিখেছেন, ‘নতুন আমি-র সঙ্গে আলাপ করে নিন।” জীবনে বেঁচে থাকা, প্রেম পড়া, উপভোগ করার এমনকি নিঃশ্বাস নিতে পারার জন্যও তিনি যে কৃতজ্ঞ তা লিখেছেন বসিরহাটের সাংসদ। কখনও সমুদ্রের তীরে হটপ্যান্ট, আবার কখনও বা ফ্লোরাল পোশাকে খোলা চুল– ২০২২-এর জার্নির টুকরো ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। এই সব কয়টি ছবি ও ভিডিয়ো যশের শেয়ার করা তা জানাতেও ভোলেননি নুসরত। কী কী বদল হয়েছে তাঁর? তা খোলসা করে বলেননি নুসরত। শুধু জানিয়েছেন তিনি বদলে গিয়েছেন।

বরাবরই নুসরত যেন ছক ভাঙা। ২০২১ সালে পুজোর ঠিক আগেই মা হয়েছিলেন নুসরত। পুজোর সময়েই ছেলের ছবি শেয়ার করে চমকে দিয়েছিলেন তিনি। এক ফ্রেমে তিনি যশ ও ঈশানকে দেখে চলেছিল নানা চর্চা। তবে তার চেয়েও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল নুসরতে মাথায় সিঁদুরের চিহ্ন। তিনি ও যশ কি বিবাহিত উঠেছিল সে প্রশ্নও। বছর ঘুরতে যদিও সে বিতর্কও চাপা পড়ে গিয়েছে। এবারে পুজোর সময় জমিয়ে সেলিব্রেশন করেছেন তিনি, সঙ্গে ছিলেন যশ। মাথায় ছিল সিঁদুর।

ট্রোলের মুখে পড়তে হয়েছিল নুসরতকে। জনৈক নেটিজেন তাঁকে প্রশ্ন করেন, “মুসলিম হয়েও কেন অমুসলিম বিয়ে করেছ”? উত্তর এড়িয়ে না গিয়ে নুসরতও পাল্টা লেখেন, “কোন জগতে বাস করেন আপনি? আপনি কি আদপে মানুষ”? ধর্ম নিয়েও কটাক্ষের মুখে পড়তে হয়েছে নুসরতকে। নিখিল জৈনের সঙ্গে ‘বৈবাহিক’ সম্পর্কে থাকাকালীন তাঁর শাঁখা-সিঁদুর পরে রাজ্যসভায় যাওয়াকে কেন্দ্র করে হয়েছিল বিস্তর আলোচনা। সে সময় নুসরত বলেছিলেন, “আমি ভগবানের নিজের সন্তান”। নিখিলের সঙ্গে ‘অবৈধ’ বিয়ে, যশের সঙ্গে সন্তান– সব মিলিয়ে তাঁকে নিয়ে আলোচনা হয়েছে বহুবারই। তবু নুসরত বলেছেন ইতিবাচকতার কথা। বলেছেন, ট্রোলিংকে পাত্তা না দিয়ে এগিয়ে যেতেই চান তিনি।

Next Article