Tripti Dimri Secrets: নগ্ন হলেন, সমালোচনা হল; কিন্তু সেই কাজের জন্য কত টাকা হাতে পেলেন তৃপ্তি?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 14, 2023 | 6:09 PM

Tripti Dimri on Naked Scenes: অভিনেতা রণবীর কাপুর অভিনীত 'অ্যানিম্যাল' ছবিতে অভিনেতার সঙ্গে শয্যা দৃশ্যে অভিনয় করে জাতীয় ক্লাশে পরিণত হয়েছেন তৃপ্তি দিমরি। ছবিতে দ্বিতীয় নায়িকা হওয়ার সত্ত্বেও লাইমলাইট কেড়ে নিয়েছেন তিনি। ছবিতে সম্পূর্ণ নগ্ন হয়ে অভিনয় করেছেন রণবীর। তৃপ্তি তাঁর প্রেমিকা। এর জন্য় কত টাকা পারিশ্রমিক পেয়েছেন তৃপ্তি?

Tripti Dimri Secrets: নগ্ন হলেন, সমালোচনা হল; কিন্তু সেই কাজের জন্য কত টাকা হাতে পেলেন তৃপ্তি?
তৃপ্তি দিমরি।

Follow Us

অনুষ্কা শর্মার প্রযোজনায় তৈরি হওয়া দুটি ছবি ‘বুলবুল’ এবং ‘কালা’তে দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করে ওটিটি প্লাটফর্মের দর্শকদের মন জয় করেছিলেন বছর ২৯-এর তরুণী অভিনেত্রী তৃপ্তি দিমরি। এই তৃপ্তি সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছেন অন্য একটি কারণে। রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনেতার সঙ্গে শয্যা দৃশ্যে অভিনয় করে জাতীয় ক্লাশে পরিণত হয়েছেন তৃপ্তি। ছবিতে দ্বিতীয় নায়িকা হওয়ার সত্ত্বেও লাইমলাইট কেড়ে নিয়েছেন তিনি। ছবিতে সম্পূর্ণ নগ্ন হয়ে অভিনয় করেছেন রণবীর কাপুর। তৃপ্তি তাঁর প্রেমিকা। সেই তৃপ্তিকে দেখামাত্রই রণবীর অভিনীত চরিত্র রণবিজয় তাঁকে পছন্দ করেন। পলকেই যৌনতায় লিপ্ত হন রণবিজয় এবং তৃপ্তি অভিনীত চরিত্র জ়োয়া।

এবার প্রশ্ন হচ্ছে, ঠিক কত টাকা পেয়েছেন তৃপ্তি এই শয্যা-দৃশ্য করার জন্য? শয্যা দৃশ্যের মতো ‘ছুঁৎমার্গ’ওয়ালা সিন করতে অনেক অভিনেত্রী পিছপা হন। আবার অনেক অভিনেত্রী চটজলদি জনপ্রিয় হওয়ার জন্যেও এমন দৃশ্যে অভিনয় করেন। তৃপ্তির বিষয়টি দুটোর একটিও নয়। প্রীতি একজন দক্ষ অভিনেত্রী। ‘আলফা মেল’কে প্রতিপন্ন করার জন্য তাঁর চরিত্রটি প্রয়োজনীয় ছিল চিত্রনাট্যের স্বার্থেই। একইভাবে চিত্রনাট্যের স্বার্থেই প্রয়োজনীয় ছিল তাঁর শয্যার দৃশ্যটি। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে প্রীতিকে খুব বেশি পারিশ্রমিক দেওয়া হয়নি। মোটে ৪০ লাখ টাকা পেয়েছেন তিনি।

অন্যদিকে, প্রতিষ্ঠিত অভিনেতা, তথা তারকার সন্তান, কাপুর পরিবারের রাজপুত্র রণবীর পেয়েছেন ৭০ কোটি টাকা। ‘অ্যানিম্যাল’ এখন লোকের মুখে-মুখে ফিরছে। ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তি পাওয়ামাত্রই আলোচনার এবং সমালোচনার কেন্দ্রে চলে গিয়েছে এই ছবি।

Next Article