Tollywood: করোনা বিধি শিথিল, আউটডোর শুটে ছাড়, যাত্রা শিল্পীদের মুখেও ফুটল হাসি

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 17, 2022 | 9:07 PM

প্রসঙ্গত, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় এর আগে বিপাকে পড়েছিলেন যাত্রাশিল্পীরা। গত ৮ জানুয়ারি এক ত্রিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়।

Tollywood: করোনা বিধি শিথিল, আউটডোর শুটে ছাড়, যাত্রা শিল্পীদের মুখেও ফুটল হাসি
যাত্রা শিল্পীদের মুখেও ফুটল হাসি

Follow Us

রাজ্যে করোনা সংক্রমণ লাগামছাড়া। তবে তৃতীয় ওয়েভে মৃত্যুর হার তুলনায় কম। এ সবের মধ্যেই রাজ্যে কোভিডবিধি শিথিল করল নবান্ন। সোমবার সন্ধেয় নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় জানানো হইয়েছে সিনেমা ও ধারাবাহিকের আউটডোর শুটিংয়ের (Tollywood) ক্ষেত্রে এবার থেকে মিলবে ছাড়। বিধি শিথিল হতেই হাসি ফুটেছে যাত্রাশিল্পীদের মুখেও।

ওই নির্দেশিকায় (covid guidelines) বলা হয়েছে সামাজিক দূরত্ব ও সব রকম কোভিড প্রোটোকল মেনে এবার থেকে আউটডোর অর্থাৎ স্টুডিয়োর বাইরেও শুটিং করা যাবে। টিভি সিরিয়াল ও সিনেমা দুই ক্ষেত্রেই এই ছাড় প্রযোজ্য। এরই পাশাপাশি নির্দেশিকায় আরও বলা হয়, রাত ৯টা অবধি বিধিনিষেধ মেনে অনুষ্ঠিত হতে পারে যাত্রাও। তবে সেক্ষেত্রে সিনেমা হলের মতোই ৫০ শতাংশ দর্শক নিয়ে অনুষ্ঠান করা যাবে। যদি কোনও হলের ভেতরে যাত্রাপালা অনুষ্ঠিত হয় তবে সেক্ষেত্রে সর্বোচ্চ ২০০ জন অথবা মোট দর্শকাসনের ৫০ শতাংশ (যা সংখ্যায় কম) যোগদান করতে পারবে। এই নির্দেশে স্বাভাবিক ভাবেই হাসি ফুটেছে যাত্রাশিল্পীদের মুখে।

প্রসঙ্গত, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় এর আগে বিপাকে পড়েছিলেন যাত্রাশিল্পীরা। গত ৮ জানুয়ারি এক ত্রিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়। গত ১১ জানুয়ারি যাত্রা জগতের মানুষেরা অ্যাকাডেমির সামনে অবস্থান কর্মসূচী পালন করে তাঁদের অসুবিধের কথা রাজ্য সরকারের কাছে তুলে ধরেছিলেন। সে সময় টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল সংগ্রামী যাত্রা প্রহরির যুগ্ম সম্পাদক অনুভব দত্তের সঙ্গে। তিনি বলেছিলেন, সরকারের উপর মহল থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে, কোভিড বিধি মেনে যাত্রা করার অনুমতি দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।” সেই মতোই এ দিন নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় যাত্রার অনুমতি। কোভিড ভয় রয়েছে। কিন্তু পেটের খিদে তার কাছে তুচ্ছ। চিন্তার কালো মেঘ তাঁদের মাথা থেকে সরছে অবশেষে।

 

Next Article