বাড়িতেই পৌঁছবে অক্সিজেন, অভিনব উদ্যোগ ফেডারেশন এবং সুরুচি সঙ্ঘের

May 24, 2021 | 10:11 PM

এই পরিষেবায় পাঁচটি গাড়ির ব্যবস্থা করেছে সুরুচি সংঘ এবং সিনে ফেডারেশন। সেই গাড়ির মধ্যে থাকবে অক্সিজেনের ব্যবস্থা।  পাশাপাশি বিভিন্ন ওষুধ ও পালস অক্সিমিটার

বাড়িতেই পৌঁছবে অক্সিজেন, অভিনব উদ্যোগ ফেডারেশন এবং সুরুচি সঙ্ঘের
নিজস্ব চিত্র।

Follow Us

করোনা আবহে অক্সিজেনের হাহাকার। দেশজুড়েই সঙ্কট। এমন পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিল সিনে ফেডারেশন এবং সুরুচি সঙ্ঘ। শুরু হল তাঁদের নয়া উদ্যোগ অক্সিএক্সপ্রেস। সোমবার এই উদ্যোগের সূচনা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আপাতত দক্ষিণ কলকাতা বেহালা,টালিগঞ্জ, নিউআলিপুরে পাওয়া যাবে এই পরিষেবা।

এই পরিষেবায় পাঁচটি গাড়ির ব্যবস্থা করেছে সুরুচি সংঘ এবং সিনে ফেডারেশন। সেই গাড়ির মধ্যে থাকবে অক্সিজেনের ব্যবস্থা।  পাশাপাশি বিভিন্ন ওষুধ ও পালস অক্সিমিটার। গাড়িতে সবসময় উপস্থিত থাকবেন একজন চিকিৎসক অথবা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত ব্যক্তি। রুগীর শ্বাসকষ্ট হলে একটি ফোন কল। আর তাতেই পৌঁছে যাবে গাড়ি একেবারে রুগীর বাড়ির দোরগোড়ায়।

আরও পড়ুন নেটফ্লিক্সে এবার ‘ধামাকা’! কী বিষ্ফোরণ ঘটাতে চলেছেন কার্তিক আরিয়ান?

এ প্রসঙ্গে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আপাতত ১৬টা কনসেনট্রেটর ১২টা সিলিন্ডার নিয়ে এই উদ্যোগ শুরু করা হয়েছে। এর মধ্যে কিছু সিলিন্ডার এবং কনসেনট্রেটর বরাদ্দ করা হয়েছে শিল্পী এবং কলাকুশলীদের জন্য। বাকি পরিষেবা পাবেন সাধারণ।” শুধু নয়া সিলিন্ডারই নয় থাকছে বিনামূল্যে অক্সিজেন রিফিলিংয়ের ব্যবস্থাও। যে যে গাড়িগুলি করে পৌঁছে যাবে এই পরিষেবা সেই গাড়িগুলিতেই লেখা হয়েছে হেল্পলাইন নম্বর। শুধু একটি মাত্র কল আর তাতেই দুয়ারে অক্সিজেন। দেশ জুড়ে অতিমারি এবং অক্সিজেনের ঘাটতি রুখতে এই পদক্ষেপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সাধারণ থেকে সেলেবকুল।

Next Article