AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tolly Gossip: সোনালি বালি ছুঁয়ে যাচ্ছে ক্লিভেজ, পায়েলের ছবি ঘিরে তীব্র নিন্দা

Tolly Gossip: কেরিয়ার শুরু করেছিলেন বড় প্রযোজনা সংস্থার ব্যানারে। প্রথম ছবি থেকেই তিনি ছিলেন 'সুপারহিট'। কথা হচ্ছে অভিনেত্রী পায়েল সরকারের। তবে ইদানিং বড় পর্দায় খানিক কমই দেখা যায় পায়েলকে। কেরিয়ার হিটের সংখ্যা আগে প্রচুর থাকলেও হালফিলে তা কমতে শুরু করেছে তাঁর।

Tolly Gossip: সোনালি বালি ছুঁয়ে যাচ্ছে ক্লিভেজ, পায়েলের ছবি ঘিরে তীব্র নিন্দা
পায়েলের ছবি ঘিরে তীব্র নিন্দা
| Edited By: | Updated on: Sep 25, 2023 | 2:54 PM
Share

কেরিয়ার শুরু করেছিলেন বড় প্রযোজনা সংস্থার ব্যানারে। প্রথম ছবি থেকেই তিনি ছিলেন ‘সুপারহিট’। কথা হচ্ছে অভিনেত্রী পায়েল সরকারের। তবে ইদানিং বড় পর্দায় খানিক কমই দেখা যায় পায়েলকে। কেরিয়ার হিটের সংখ্যা আগে প্রচুর থাকলেও হালফিলে তা কমতে শুরু করেছে তাঁর। এ হেন পায়েলই এখন কটাক্ষের মুখে। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। খোলা চুল, হালকা মেকআপ… পরেছিলেন হলুদ রঙের বিকিনি। সমুদ্রপারের সোনালী বালি ছুঁয়ে যাচ্ছিল তার শরীর। ছবিটি আজকের নয় খানিক পুরনো। ক্যাপশনে লিখেছিলেন ‘থ্রো ব্যাক’।

কিন্তু ছবি দিতেই পায়েলের শরীর নিয়ে কমেন্ট বক্সে ভেসে এলো বিভিন্ন নোংরা মন্তব্য। যৌন ইঙ্গিত পূর্ণ কদাকার ভাষায় তাঁকে আক্রমণ করতেও ছাড়ল না নেটিজেনদের একটা বড় অংশ। যদিও সবাই যে কটাক্ষ করেছেন তা কিন্তু নয়, অনেকে আবার প্রশংসাও করেছেন অভিনেত্রীকে। অনেকের আবার আক্ষেপ, এই পুরনো পায়েলকেই আবার ফিরে পেতে চান তাঁরা। আবারও দেখতে চান এই ছিমছাম মুখশ্রীই। দিন কয়েক আগে সামাজিক মাধ্যমে অপর এক ভিডিয়ো পোস্ট করেছিলেন পায়েল। সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছিল। শুধু ভাইরাল হয়েছিল বললে ভুল বলা হবে। পায়েলকে নিয়ে শুরু হয়েছিল তীব্র সমালোচনা। অনেকেই অভিযোগ করেছিলেন প্লাস্টিক সার্জারি করিয়েছেন পায়েল। লিপ ফিলার থেকে বোটক্স– ব্যবহার করেছেন এইসবও। যদিও পায়েল এ নিয়ে মুখ খোলেননি। নায়িকাদের শরীর নিয়ে নোংরা মন্তব্য ইন্ডাস্ট্রিতে নতুন নয়। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে কোয়েল মল্লিক– অতীতে সবাইকে পড়তে হয়েছে সমালোচনার মুখে। যদিও এক বাক্যে সবাই একটাই কথা জানিয়েছেন, এই সব সমালোচকদের পাত্তা দিতে চান না তাঁরা। বাঁচতে চান নিজের শর্তে।

প্রসঙ্গত মাস কয়েক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রথম বর্ষের এক পড়ুয়ায় মৃত্যু নিয়ে যখন সারা রাজ্য তোলপাড় তখন যাদবপুরের প্রাক্তনী হিসেবে টিভি নাইন বাংলার কাছে এ নিয়ে মুখ খুলেছিলেন পায়েল।শুধুমাত্র রুপোলি পর্দা নয়, সামাজিক ইস্যু নিয়েও তিনি যে ওয়াকিবহাল তা মনে করিয়ে দিয়েই পায়েল বলেছিলেন, “আগের যাদবপুরের যে একটা পজেটিভ ভাইব ছিল, সেটা আমি মিস করি। আমি নিজের একটা ছবির প্রচারে গিয়েছিলাম ওখানে। কিন্তু কোথাও গিয়ে যেন ওই ইতিবাচক ব্যাপারটা হারিয়ে গিয়েছে। আমার জন্য এটা খুবই হ্রদয়বিদারক স্কুল থেকে যখন কলেজ নিয়ে যাই তখন অনেক স্বপ্ন নিয়ে আমরা সেখানে যাই।ওর বাবা-মা’কে সান্ত্বনা দেওয়ার কোনও ভাষা আমাদের নেই।” এই মুহূর্তে হাতে বেশ কিছু ওয়েব সিরিজের কাজ রয়েছে তাঁর। দেখা যাবে বড় পর্দাতেও।