‘স্মৃতিরা গেছে পরবাস কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু বারোমাস ভালোবাসারই মরশুম…’ শহরের উষ্ণতা কমতেই শুরু হয়েছে যে ‘ভালবাসার মরশুম’, থুড়ি বিয়ের মরশুম, তাতে এবার নতুন সংযোজন টলিউডের দুই ব্যক্তিত্ব। অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় ও সমাজকর্মী তথা, গায়িকা পিয়া চক্রবর্তী। তবে খুবই ‘গোপনে’ সম্পন্ন হচ্ছে এই বিবাহ, খবর আপাতত এমনটাই। সোমবার, ২৭ নভেম্বর রেজিস্ট্রি করে আইনি বিবাহ সম্পন্ন হবে পরমব্রত-পিয়ার, ইন্ডাস্ট্রি সূত্রে জানা যাচ্ছে এমনটাই। টলিউডের কেউ নাকি নিমন্ত্রিতও নন সেই বিয়েতে। এককথায় বলতে গেলে ‘ক্লোজ়ড ডোর’ বিয়ে।
পিয়ার সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার আগে ফরাসি প্রেমিকা ইকার সঙ্গে বেশ কয়েক বছর প্রেম করেছিলেন পরমব্রত। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর পিয়ার আগমন ঘটে পরমের জীবনে। ঘটনাচক্রে পিয়ার প্রাক্তন স্বামী হলেন সঙ্গীত পরিচালক এবং গায়ক অনুপম রায়। শোনা যায়, পরমের সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল বলেই পিয়া-অনুপমের বিবাহবিচ্ছেদ ঘটে।
বিভিন্ন ঘরোয়া আড্ডায় একাধিকবার দেখা হয় পিয়া-পরমের। কিন্তু সেই সময় তাঁরা কেবলই বন্ধু ছিলেন। সেই ঘরোয়া আড্ডাগুলিতে হাজির থাকতেন পিয়ার প্রাক্তন স্বামী অনুপমও। পিয়া-পরমের প্রেম হয় দেউচা-পাচামিতে শ্রমজীবী ক্যান্টিনে কাজ করতে গিয়ে। তখনই কাছাকাছি আসে দুটি মন…
পিয়া পেশায় এক সমাজকর্মী। তিনি অত্যন্ত শিক্ষিতা এবং দারুণ ভাল গান করেন। অনুপমের সঙ্গে বিয়ে ভাঙার পর পরমের সঙ্গে নাকি তাঁর ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছিল এবং তখন থেকেই শোনা যাচ্ছিল, তাঁরা বিয়ে করবেন। শেষমেশ আসন্ন সেই সময়। সত্যি-সত্যিই নাকি সাত পাকে বাঁধা পড়ছেন পিয়া-পরম। পিয়াই তবে হলেন ‘পরম-সুন্দরী’!