
আগামীকাল অর্থাৎ রবিবার পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর রিসেপশন। বিয়েটা ঘরোয়া ভাবে হয়েছিল। তবে রিসেপশনে ডাকা হয়েছে ইন্ডাস্ট্রির চেনা মুখদের। তার আগেই ‘হাওয়াবদল’ নয়, ভোলবদল করে ফেললেন পরমব্রত। চলে গেলেন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট জলি চন্দার কাছে। সেখানেচুপ-টুল কেটে তিনি একেবারে ‘পিকচার পারফেক্ট’– হাজার হোক রিসেপশন বলে কথা!
গত মাসে বিয়ে করেছেন পরমব্রত। তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী, যিনি পেশাগত দিক দিয়ে মানসিক স্বাস্থ্যকর্মী ও সঙ্গীতশিল্পীও। পিয়ার আরও এক পরিচয় রয়েছে, তিনি গায়ক ও সুরকার অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। পরম ও অনুপমের একদা সখ্যের কারণে পিয়া চক্রবর্তীকে দ্বিতীয় বিয়ের পর থেকে একাধিক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। সম্প্রতি সামাজিক টক্সিসিটি অর্থাৎ নেতিবাচকতা নিয়ে মুখ খুলেছিলেন পিয়া। বলেছিলেন, “ট্রোলিং অত্যন্ত টক্সিক। নিজের অন্তর্জগতটা বা ইনার সার্কল-টা যদি সুন্দর থাকে, যদি আনন্দে আর শান্তিতে থাকে—এই সবগুলো কেমন ধুলোর মতো মিলিয়ে যায়। তাই আমাকে একদম স্পর্শ করে না আর এগুলো। অনেকগুলি কষ্টের অগ্নিপরীক্ষা দিয়ে আমি এতে উপলব্ধ হয়েছি।” আপাতত নতুন চুল আর নতুন জীবন নিয়ে ব্যস্ত এই নতুন দম্পতি। সমালোচনাকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছেন তাঁরা।