Param-Piya: এলিয়টের কবিতায় ডুব দিয়ে এক হলেন পরম-পিয়া, কী বললেন ওঁরা?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 27, 2023 | 7:35 PM

Param-Piya: যেমন কথা ছিল হল ঠিক তেমনটাই। সকাল থেকেই নানা আলোচনার মধ্যেই, বিয়ে সারলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। ছিমছাম ভাবেই আইনি সইসাবুদের মধ্যে দিয়ে সম্পন্ন হল বিয়ে। বিয়ের পর কী বললেন পরম?

Param-Piya: এলিয়টের কবিতায় ডুব দিয়ে এক হলেন পরম-পিয়া, কী বললেন ওঁরা?
আইনে বাঁধা পাড়লেন পরম-পিয়া

Follow Us

যেমন কথা ছিল হল ঠিক তেমনটাই। সকাল থেকেই নানা আলোচনার মধ্যেই বিয়ে সারলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। ছিমছাম ভাবেই আইনি সইসাবুদের মধ্যে দিয়ে সম্পন্ন হল বিয়ে। বসন্তের এখনও ঢের দেরি থাকলেও ভালবাসার মরসুমে কবি টিএস এলিয়টের বিখ্যাত কবিতার লাইন ধার করেই পিয়াকে ভালবাসা উজাড় করে দিলেন অভিনেতা। একই সঙ্গে শেয়ার করলেন তাঁদের সুন্দর মুহূর্তের কিছু অদেখা ছবিও।

কবি টিএস এলিয়টের বিখ্যাত কবিতা, ‘The Love Song of J. Alfred Prufrock’… সেখানকারই প্রথম লাইন ধার করে পরম লিখছেন, “Let us go then, you and I, When the evening is spread out against the sky”– যার বাংলায় ভাবানুবাদ করলে দাঁড়ায়, ‘চলো তবে যাই, তুমি আর আমি… যখন আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে সন্ধে…”যে সন্ধে প্রেমের… যে সন্ধে শুভ সূচনার। পরমব্রত ও পিয়া— দু’জনের অতীত নিয়ে সকাল থেকেই চলেছে নানা সমালোচনা। অনুপম রয়ের প্রাক্তন স্ত্রী পিয়া… একদা বন্ধু ছিলেন অনুপম ও পরমব্রত। ত্রিকোণের জল্পনা, পরকীয়ার অভিযোগের মধ্যেই ছবি শেয়ার করে ওঁরা যেন বুঝিয়ে দিলেন, ‘সব ঠিক আছে’। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়– টলিপাড়ার নামজাদারাও পাঠালেন শুভেচ্ছা। আর অনুপম? তিনি যদিও নীরব। টিভিনাইন বাংলা ফোন করতেই জানিয়েছেন এ নিয়ে মন্তব্য করতে চান না। তিনিই যে একদা গেয়েছিলেন, “আমাকে আমার মতো থাকতে দাও….. আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি… যেটা ছিল ছিল না সেটা না পাওয়াই থাক… সব পেলে …”, তাই না?

 

রইল সেই সব ছবি…