পরমব্রত চট্টোপাধ্যায় শহরে ফিরেছেন। আজকাল তিনি বাংলা-মুম্বই মিলিয়ে খুবই ব্যস্ত। পুজোতে তাঁর পরিচালিত, অভিনীত ছবি ‘বৌদি ক্যান্টিন’ মুক্তি পায়। সেই ছবির প্রচার সেরেই তিনি পাড়ি দেন মুম্বই। উদ্দেশ্য তাঁর পরবর্তী হিন্দি ছবি ‘নোটারি’। ছবির প্রথম ভাগের শুটিং ছিল মুম্বইতে। যার ফলে দুর্গা পুজোর সময় তিনি শহরের বাইরে। ছবির পরবর্তী শুটিং শিডিউল ছিল মধ্যপ্রদেশের ভূপালে। ফলে কালী পুজোও মিস পরমব্রতের। কিন্তু সব পুজোর আনন্দ তিনি উপভোগ করলেন জগদ্ধাত্রী পুজোতে। যদিও নবমীতেও ছিলেন শহরের বাইরে। তবে শেষ ভাল যার সব ভাল, পুজোর শেষদিন তিনি নীলরতন দত্তের বাড়িতে হাজির ছিলেন। সেখানেই ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার নীলরতনের পারিবারিক পুজোতে তিনি অংশ নেন। নিজেই সেই ছবি তিনি পোস্ট করেন ইনস্টাগ্রামে। যেখানে দেখা গিয়েছে তাঁকে ঢাক বাজাতে।
তিনি একটি ঢাক বাজানোর ভিডিয়োর পাশাপাশি মা জগদ্ধাত্রী এবং নীলরতন দত্তের সঙ্গে ছবি পোস্ট করেছেন। সঙ্গে রয়েছে ক্যাপশান, “গত সন্ধ্যায় @নীলরতনদত্তের পারিবারিক জগদ্ধাত্রী পূজায় খুব সুন্দর সময় কেটেছে… আমি শহরের বাইরে থাকায় নবমী উদযাপন মিস করেছি। তবে গত রাতে মজা এবং খাবারের সঙ্গে ভালই কেটেছে…”।
‘নোটারি’ ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন গীতা বসরা। হরভজন সিংয়ের স্ত্রী এই ছবি দিয়ে প্রায় ৬ বছর পর কামব্যাক করছেন সিনেমাতে। এই ছবির কাজেই পরমব্রত এই বছর শহরের পুজো মিস করেছেন। পবন ওয়াদেয়ার পরিচালিত এই ছবিতে পরমব্রতের চরিত্র একজন অযোগ্য আইনজীবীর। একটি “অদ্ভুত এবং ব্যঙ্গাত্মক নাটক” হিসেবে ডাব এই ছবি মুম্বই আর ভূপাল দুটি ম্যারাথন শিডিউলে শুটিং চলেছে। পরমব্রত ছাড়াও এই ছবিতে রয়েছেন আরও দুই বাঙালি অভিনেত্রী। দর্শনা বণিক এবং প্রিয়া বন্দ্যোপাধ্যায়। ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা ছবির।