১৯৯৩ সাল থেকে কার অপেক্ষায় পরমব্রত? জানালেন নিজেই

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Jul 11, 2021 | 2:47 PM

Parambrata Chattopadhyay: চিরকালই ফুটবলের প্রতি একটা টান অনুভব করেন পরমব্রত। ফুটবল নিয়ে ছবিও তৈরি করেছেন তিনি। ছবির নাম 'তিকিতাকা'। প্রথমে নাম রেখেছিলেন 'খেলেছি আজগুবি'।

১৯৯৩ সাল থেকে কার অপেক্ষায় পরমব্রত? জানালেন নিজেই

Follow Us

আজ বিশ্ব ফুটবলের কাছে একটা বড় দিন। বড় দিন ফুটবল প্রিয় বাঙালির কাছেও। আর লিওনেল মেসি (Lionel Messi) কিংবা আর্জেন্টিনার ভক্ত হলে তো কথাই নেই। সকাল থেকেই উচ্ছ্বাসে গা ভাসাচ্ছেন ফ্যানরা। কোপা ফাইনালে জিতেছে আর্জেন্টিনা (Argentina)। ১৯৯৩ সালে শেষবার কোপার স্টেজে শোভা পেয়েছিল সাদা-নীল জার্সি।

বিগত কয়েকদিন বাঙালি বাড়ির অন্দর থেকে ভেসে আসছিল উইসেলের শব্দ। হাততালি কিংবা ‘গোওওওওল’ শব্দটি। সেই আনন্দের আজ আরও একটু জোয়াড়। আর্জেন্টিনা ভক্তরা আজ উল্লাসে মাতোয়ারা সকাল থেকেই। তাঁদের প্রিয় দল জিতেছে। প্রিয় নায়ক কোপার কাপ তুলে চুম্বনে ভরিয়ে দিচ্ছেন। সেই আনন্দে জনসাধারণের সঙ্গে গা ভাসাচ্ছেন তারকারাও।


সেই তারকা তালিকায় রয়েছেন ফুটবল প্রেমী পরিচালক ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। চিরকালই ফুটবলের প্রতি একটা টান অনুভব করেন পরমব্রত। ফুটবল নিয়ে ছবিও তৈরি করেছেন তিনি। ছবির নাম ‘তিকিতাকা’। প্রথমে নাম রেখেছিলেন ‘খেলেছি আজগুবি’। ২০২০ সালে মুক্তি পেয়েছিল এই স্পোর্টস ড্রামা। মুক্তি পেয়েছিল একটি ওটিটি প্ল্যাটফর্মে। ছবিতে পরমব্রত ছাড়াও অভিনয় করেছিলেন ঋতাভরী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়। সেই পরমব্রতও বিগত কয়েকদিন টেলিভিশনের পর্দা থেকে চোখ সরাননি। শুধু অপেক্ষা করে গিয়েছেন।

আরও পড়ুন: ‘প্রায় একই রকম দেখতে আমাদের’, মেসির সঙ্গে নিজের তুলনা করে ভিডিয়ো পোস্ট শিল্পার স্বামীর

পরমব্রতর সেই অপেক্ষা কিন্তু আজকের নয়। সেই ১৯৯৩ সাল থেকে তিনি অপেক্ষায় আছেন, কবে তাঁর প্রিয় ফুটবল টিম আর্জেন্টিনা জিতবে কোনও বিশ্বমাণের ট্রফি। সে বিশ্বকাপই হোক কিংবা কোপা। শেষমেশ অপেক্ষার অবসান হল। আর্জেন্টিনা নিরাশ করেনি তাঁকে। আজ ২৮ বছর পর আর্জেন্টিনার হাতে কোপার কাপ দেখে আবেগে গা ভাসিয়ে দিলেন পরমব্রত। কিছুক্ষণ আগে তাঁর ইনস্টাগ্রাম পোস্টই সেই প্রমাণ। ক্যাপশনে লিখেছেন, “১৯৯৩ সাল থেকে অপেক্ষা করছি। আর কোনও কথা বলতে চাই না আজ। একটা লক্ষ্য পূরণ হয়েছে। এবার নতুন জার্নির দিকে চোখ।” সেই জার্নি কী? তাও লিখেছেন ‘তিকিতাকা’র রাজু। “এবার অপেক্ষা ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের জন্য”।

Next Article