Parambrata Chattopadhyay Wife Hospitalised: ল্যাপ্রোস্কোপিক সার্জারি হয় পরমব্রতর নববধূ পিয়ার; হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন আজ সন্ধ্যায়

Piya Chakraborty Hospialised: স্বস্তির খবর, পিয়ার কিডনি থেকে পাথর বেরিয়ে গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ল্যাপ্রোস্কোপিক পদ্ধতিতে সার্জারি হয়েছে পিয়ার। ছোট-ছোট গর্ত করে অস্ত্রোপচার করা হয় এই আধুনিক পদ্ধতিতে। এতে কাটাকাটি হয় ছোট। অনেক দ্রুত সেরে ওঠেন রোগী। হাসপাতাল থেকে জানা গিয়েছে, শারীরিকভাবে সুস্থ আছেন পিয়া।

Parambrata Chattopadhyay Wife Hospitalised: ল্যাপ্রোস্কোপিক সার্জারি হয় পরমব্রতর নববধূ পিয়ার; হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন আজ সন্ধ্যায়
পিয়া চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়।

| Edited By: Sneha Sengupta

Nov 29, 2023 | 3:28 PM

সোমবার (২৭ নভেম্বর, ২০২৩) প্রেমিক পরমব্রত চক্রবর্তীকে বিয়ের করার পর মঙ্গলবারই (২৮ নভেম্বর, ২০২৩) হাসপাতালে ভর্তি হয়েছেন পিয়া চক্রবর্তী। বিয়ের ঠিক আগেই জানতে পেরেছিলেন কিডনিতে পাথর হয়েছে তাঁর। এই পাথরটি তাঁকে বেশ বেগ দিতে শুরু করেছিল। তাই বিবাহিত জীবন শুরু করেই পথের এই পাথরকে অবিলম্বে সরিয়ে দিয়েছেন পিয়া। মঙ্গলবার দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় অবস্থিত এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। রাত ৮টা নাগাদ অস্ত্রোপচার হয় পিয়ার।

সোমবার বিয়ের দিনই চিকিৎসকের কাছে যায় পিয়ার মেডিক্যাল রিপোর্ট। তিনি মঙ্গলবারই অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন পিয়াকে। তাই দুপুরে বিয়ের আইনি কাগজপত্রে সইসাবুদ করে, বিকেলে ঘরোয়া অনুষ্ঠান সেরেই হাসপাতালে যাওয়ার প্রস্ততি নিতে শুরু করেছিলেন পিয়া।

স্বস্তির খবর, পিয়ার কিডনি থেকে পাথর বেরিয়ে গিয়েছে। ৪ মিলিমিটারের একটি পাথর ছিল পিয়ার কিডনিতে। হাসপাতাল সূত্রে জানা যায়, ল্যাপ্রোস্কোপিক পদ্ধতিতে সার্জারি হয়েছে পিয়ার। ছোট-ছোট গর্ত করে অস্ত্রোপচার করা হয় এই আধুনিক পদ্ধতিতে। এতে কাটাকাটি হয় ছোট। অনেক দ্রুত সেরে ওঠেন রোগী। হাসপাতাল থেকে জানা গিয়েছে, শারীরিকভাবে সুস্থ আছেন পিয়া। বুধবার সন্ধ্য়ায় (২৯ নভেম্বর, ২০২৩) ছাড়া পাচ্ছেন তিনি। আর কিছুক্ষণের মধ্যেই পরমব্রতর যোধপুর পার্কের বাড়িতে পৌঁছে যাবেন পিয়া।