Paran Bandopadhyay: বাংলায় ভূত নিয়ে হওয়া একমাত্র ছবিটা বানিয়েছেন ৬ ফিটের সেই ভদ্রলোক: পরাণ বন্দ্যোপাধ্যায়
Bengali Actor: এই ছবিতে ভূতের রাজার চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়- " আসলে এই বাংলায় ভূতদের নিয়ে একটাই ছবি হয়েছে।

টলিউডে ভূতের ছবি নতুন নয়। একাধিক ছবি হয়েছে এই প্রেক্ষাপটে। কখনও ভূত বনাম মানুষ, কখনও আবার ভূত নিয়ে কটোর বাস্তবের মোচড়ে প্রতিবাদী গল্প। তবে সহজ-সরল ভূতের গল্প সদ্য দেখেছে টলিউড। যেখানে পরতে-পরতে জড়িয়ে থাকা মধ্যবিত্তের পরিচিত পটভূমিই নজর কাড়ে। এবার তেমনই আরও এক গল্প টলিপাড়ার দর্শকদের জন্য অপেক্ষায়। নাম সৎভূত অদ্ভূত। দুই বন্ধুর গল্প, বিল্টু ও রানা। যারা জীবিকা সূত্রে দুজনেই বাঁকা পছের পথিক। একজন চোর অন্যজন টিকিট ব্ল্যাকার। এই মর্মে তারা যে বেজায় খুশিতে রয়েছে, তা বলা বেশ কঠিন। কারণ একটাই, তাদের অভ্যাসের জন্যই তারা দিনভর সাধারণ মানুষের কাছে কথা শুনে থাকে, মার খায়, পালিয়ে বেড়ায়। বাস্তবে এই ধরণের চরিত্রের ছবিটা ঠিক যেমন, এক্ষেত্রেও ঠিক তেমনই।
এমনই পর্যায় তারা শহর ছেড়ে জঙ্গলে পালিয়ে যায়। আর সেখানেই দুঃখ-কষ্টে তারা ভেঙে পড়ে মদ্যপান করতে সুরু করেন। আর তখনই ঘটে যায় মিরাকেল। সেখানেই তারা গান গাইতে থাকে, ডাকতে থাকে ভূতের রাজাকে। তাদের একটা মাত্র ইচ্ছেপূরণের দাবি থাকলেও সেখানে ভূতের রাজা দিয়ে বসেন একটি শর্ত। পাল্টে যেতে হবে তাদের। সততার সঙ্গে পথ চলতে হবে। অসহায় মানুষদের সাহায্য করতে হবে। অন্ততপক্ষে একমাস। এরপর…! তারা কী পারবেন ভূতের রাজার কথা রাখতে! ইচ্ছে পূরণ করতে, আর কী সেই বাসনা! সবটা নিয়ে এবার আসতে চলেছে টলিপাড়ায় আরও একবার ভূতের রাজা। যে ভূতের রাজাকে চেনা গুপী গাইন বাঘা বাইন ছবির হাত ধরে। ছবিতে অভিনয়ে থাকছেন পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় পার্থসারথী প্রমুখেরা।
এই ছবিতে ভূতের রাজার চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়- ” আসলে এই বাংলায় ভূতদের নিয়ে একটাই ছবি হয়েছে। ওই ছয় ফিট আড়াই ইঞ্চির বিশ্ববরেণ্য লোকটা (সত্যজিৎ রায় নিজেই করেছিলেন ভূতের রাজা চরিত্রটি) সেটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন, অসামান্য সেই চরিত্র “ভূতের রাজা”। বাকি যা ছবি হচ্ছে তা ওই ভূতের উত্তাপ নিয়ে তৈরি হচ্ছে। আমাদের এই ছবির মধ্যেও সেই ভূতের রাজার উপাদান থেকেই তৈরি। সামনের ডিসেম্বরে মুক্তি পাচ্ছে এই ছবি, সকলের দেখার মত ছবি, সকলে দেখতে যাবেন।” ছবির পরিচালনায় রয়েছেন প্রীতম সরকার। অ্যাকন প্রীতি ক্রিয়েশন লিমিটেড-এর প্রযোজনায় আসছে এই ছবি, ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
