পায়েল সরকার— ২০০৬ থেকে ২০১৫-র মাঝামাঝি সময়টা জুড়ে রাজত্ব ছিল তাঁর। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা পায়েল ভালবেসেই অভিনয়ে এসেছিলেন। ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রেম আমার’, ‘আই লাভ ইউ’-এর মতো হিট ছবি অভিনয় দিয়েছেন দর্শকদের। সেই পায়েল সরকারই এবার এক সুখবর দিতে গিয়ে পড়লেন কটাক্ষের মুখে। ‘এজশেমিং’-য়ের বিশ্রী শিকার হতে হল তাঁকে। কী এই এজ শেমিং… বাংলা তর্জমা করলে দাঁড়ায় বয়স নিয়ে খোঁটা দেওয়ায়। পায়েললেও পড়তে হল বয়স নিয়ে সমালোচনার মুখেই।
গত শুক্রবার মুক্তি পেয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘একটু সরে বসুন’। ওই ছবিতেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে পায়েলকে। ভক্তদের কাছে ওই ছবিই দেখার আর্জি নিয়ে এসেছিলেন তিনি। কিন্তু কমেন্ট বক্স ভরে গেল নানা নেতিবাচম মন্তব্যে। কেউ লিখলেন, “ইশ এই সেই প্রেম আমার এর ক্রাশ! কেনো যে সার্জারি করলে কি বাজেই না লাগছে।” আবার আর একজন লিখলেন, “বোটক্স করিয়ে পুরোপুরি বুড়িয়ে গিয়েছেন”। আবার কেউ বা পরামর্শ দিলেন দন্ত চিকিৎসক দেখানোরও। কারণ, পায়েলের নাকি দাঁতের মাঝে ফাঁক হয়ে গিয়েছে। যদিও এই সব নেতিবাচক মন্তব্য তারকাদের গা সওয়া। অনেকেই এই সবে পাত্তা দিতে চান না। থাকতে চান কাজ নিয়ে। থাকতে চান ইতিবাচক মানুষগুলোর মধ্যে।