Piya Chakraborty Hospitalised: আজ রাতেই হতে পারে পরমব্রত চট্টোপাধ্যায়ের নববধূ পিয়া চক্রবর্তীর অস্ত্রোপচার

Param-Piya Wedding: হাসপাতাল সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতের দিকে অস্ত্রোপচারের পরিকল্পনা করছেন চিকিৎসকেরা। সোমবার (২৭ নভেম্বর) বিয়ের হাজার এক তামঝামের মধ্য়েই চিকিৎসকের কাছে রিপোর্ট নিয়ে যাওয়া হয় পিয়ার। তিনি তখনই জানিয়ে দিয়েছিলেন, মঙ্গলবারই ভর্তি করাতে হবে তাঁকে।

Piya Chakraborty Hospitalised: আজ রাতেই হতে পারে পরমব্রত চট্টোপাধ্যায়ের নববধূ পিয়া চক্রবর্তীর অস্ত্রোপচার
পরম-পিয়া।

| Edited By: Sneha Sengupta

Nov 28, 2023 | 3:55 PM

২৭ নভেম্বর প্রেমিক পরমব্রত চট্টোপাধ্যায়কে (পরিচালক-প্রযোজক-অভিনেতা) বিয়ে করেন পিয়া চক্রবর্তী (সমাজকর্মী-গায়িকা)। বিয়ের রাত পেরোতে না-পেরোতেই হাসপাতালের পথে পিয়া। ঠিক কী হয়েছে তাঁর? TV9 বাংলাকে এক ঘনিষ্ঠ সূত্র আগেই জানিয়েছিল, কিডনিকে পাথর হয়েছে পরমের নববধূর। বিয়ের অনুষ্ঠান মিটতেই অস্ত্রোপচার করাতে হাসপাতালে ছুটেছেন পিয়া।

দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চলেছেন পিয়া। বাড়ি থেকে বেরিয়েছেন কিছুক্ষণ আগেই। হাসপাতাল সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতের দিকে অস্ত্রোপচারের পরিকল্পনা করছেন চিকিৎসকেরা।

সোমবার (২৭ নভেম্বর) বিয়ের হাজার এক তামঝামের মধ্য়েই চিকিৎসকের কাছে রিপোর্ট নিয়ে যাওয়া হয় পিয়ার। তিনি তখনই জানিয়ে দিয়েছিলেন, মঙ্গলবারই ভর্তি করাতে হবে তাঁকে।

পরমব্রতকে বিয়ের আগে গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায়কে বিয়ে করেছিলেন পিয়া। ২০১৫ সালের ৬ ডিসেম্বরে কলকাতায় বেশ জাঁকজমকভাবেই বিয়ে করেছিলেন অনুপম। সেই বিয়ে ভাঙে ২০২১ সালে। বিয়ে ভাঙার নেপথ্যে উঠে এসেছিল পিয়ার সঙ্গে পরমব্রতর সম্পর্কের গুঞ্জন। যদিও সম্পর্ক কোনওদিনও স্বীকার করেননি পরম-পিয়া কেউই। ২৭ নভেম্বর হঠাৎই চমকে দেওয়ার মতো খবর আসে যে, পরমব্রত পিয়াকে বিয়ে করছেন। এবং সন্ধ্যা হতেই নেটমহলে ছড়িয়ে পড়ে তাঁদের বিয়ের খবর। পরমব্রত নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন ছবি।

ছিমছাম পোশাকে, ছিমছাম আয়োজনে পরিবার এবং কাছের বন্ধুদের সঙ্গে নিয়ে বিয়ে করেন পরম-পিয়া। পিয়ার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হোক, সেই কামনাই করে TV9 বাংলা।