টলিউডে এই মুহূর্তে যাঁরা ছবি নিয়ে এক্সপেরিমেন্ট করেন, যাঁদের গল্প বড় পর্দায় দেখার জন্য দর্শক অপেক্ষা করেন, তেমন একজন সৈনিক পাভেল। গল্প বেছে নেওয়ার মুন্সিয়ানাতেই বাকিদের তুলনায় দৌড়ে অনেকটা এগিয়ে থাকেন তিনি, এমনটাই মত দর্শকের বড় অংশের। নতুন প্রজেক্ট ‘কলকাতা চলন্তিকা’ও তার ব্যতিক্রম নয়। কয়েক বছর আগে শহরের বুকে ভেঙে পড়েছিল পোস্তা ফ্লাইওভার। পাভেলের পরবর্তী ছবির বিষয় হিসেবে উঠে এসেছে সেই সত্যি ঘটনা।
এ প্রসঙ্গে TV9 বাংলাকে পাভেল বললেন, “আমায় যখন অনেকে জিজ্ঞেস করেন, আমি কী ভাবে ডিরেক্টর হলাম, আমি বলি রাস্তায় হেঁটে হেঁটে। দিনের পর দিন রাস্তায় হাঁটতাম। পোস্টার দেখতাম। আমি এই শহরটাকে ভালবাসি, এটা বোধহয় আন্ডার স্টেটমেন্ট হয়ে যাবে। এই শহরটা আমাকে ভালবাসে। আমার আর কলকাতার প্রেম কাহিনি হচ্ছে কলকাতা চলন্তিকা।”
‘কলকাতা চলন্তিকা’র চিত্রনাট্য ও সংলাপ পাভেলের। তবে গল্প লিখেছেন অধ্যাপিকা স্বাতী বিশ্বাস এবং পাভেল। পরিচালকের কথায়, “পরিচালক হিসেবে আমাকে বরাবরই সেই ঘটনাগুলো টানে যেগুলো খুব গুরুত্বপূর্ণ ভাবে আমাদেরকে প্রভাবিত করে। দেশপ্রিয় পার্ক দুর্গাপুজো ব্যান (‘অসুর’ সিনেমা এই নিয়ে) বা পোস্তা ফ্লাই ওভার ভেঙে পড়া এগুলোর ডকুমেন্টেশন করা আমি মনে করি পরিচালক হিসেবে আমার দায়িত্ব। কার দোষে, কী কী কারণে ভাঙল সেটা নিয়ে গল্প নয়। সারা দেশে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে যা আমাদের লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। তারপরও মানুষ ঘুরে দাঁড়ায়। এখানেও কী ভাবে জীবন আবার স্রোতে ফিরছে, তা নিয়েই গল্প।”
নতুন মুখ শতাব্দী চক্রবর্তী এবং কিরণ দত্ত।
ক্যামেরায় প্রথমবার কাজ করেছেন সুব্রত মল্লিক। প্রযোজক শতদ্রু চক্রবর্তী। পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়ার সঙ্গে জড়িয়ে রয়েছে পাভেলের ব্যক্তিগত স্মৃতি। তিনি শেয়ার করলেন, “যে দিন পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়ে আমার এক কাকা শোভাবাজার চত্বরে ছিলেন। তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না। আমরা প্রায় বেরিয়ে পড়েছিলাম যাব বলে। তারপর ওর ফোন আসে। বাড়ি ফিরে আসেন। আমার বান্ধবী দেবাঞ্জনার বাড়ি পোস্তা ফ্লাইওভারের কাছে। ও বলে, আজও নাকি রাতের দিকে ওরা বিভিন্ন আর্তনাদ শুনতে পায়। হয়তো কল্পনা মনে হবে। কিন্তু যারা সে দিন ফেরেনি তাদের আর্তনাদগুলো এই শহরের বুকে আছে।”
গোটা শহর জুড়ে রিয়েল লোকেশনে শুটিং হয়েছে বলে জানালেন পাভেল। খুব সুন্দর টিম সাজিয়েছেন তিনি। অপরাজিতা আঢ্য অভিনয় করছেন এক পুলিশ কনস্টেবলের চরিত্রে। শঙ্কর দেবনাথ, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, তোতোন, বিশ্বরূপ বিশ্বাস, অনির্বাণ চক্রবর্তী, কিরণ দত্ত (বং গাই), শতাব্দী চক্রবর্তী, সৌরভ দাশ, ঈশা সাহা, দিতিপ্রিয়া রায় (ভবানীপুরের টমবয়ের চরিত্র)-এর মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ ‘কলকাতা চলন্তিকা’।