Tollywood Gossip: বধূ নির্যাতনের অভিযোগ, প্রবীরের নতুন প্রেম নিয়ে কী বললেন প্রাক্তন স্ত্রী?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 22, 2023 | 6:36 PM

Tollywood Gossip: টলি নায়িকার প্রেমে মশগুল ফুটবলার প্রবীর দাস। গীতশ্রী রায়ের সঙ্গে তাঁর প্রেমের চর্চা এখন শুধু চা-তেই সীমাবদ্ধ নেই, টলিউডে স্টুডিয়োর আনাচে কানাচেতে কান পাতলেও শোনা যাচ্ছে ফিসফাস।

Tollywood Gossip: বধূ নির্যাতনের অভিযোগ, প্রবীরের নতুন প্রেম নিয়ে কী বললেন প্রাক্তন স্ত্রী?
কী বললেন প্রাক্তন স্ত্রী?

Follow Us

 

টলি নায়িকার প্রেমে মশগুল ফুটবলার প্রবীর দাস। গীতশ্রী রায়ের সঙ্গে তাঁর প্রেমের চর্চা এখন শুধু চা-তেই সীমাবদ্ধ নেই, টলিউডে স্টুডিয়োর আনাচে কানাচেতে কান পাতলেও শোনা যাচ্ছে ফিসফাস। নিন্দুকেরা আবার এরই মধ্যে টেনে আনছেন প্রবীরের জীবনের সেই অন্ধকার অতীত। সেই বধু নির্যাতনের মামলা, টালমাটাল সময়ের আখ্যান যেন না চাইতেও আরও একবার প্রকাশ্যে। কিন্তু যাকে নিয়ে এত আলোচনা সেই মানুষটি অর্থাৎ প্রবীরের প্রাক্তন স্ত্রী তনুশ্রী তিনি কী বলছেন? প্রাক্তন স্বামীর নতুন প্রেমের খবর কি তিনি জানেন? টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। কী বললেন তিনি? তাঁর কথায়, “আমি ওই পর্বটা থেকেই বেরিয়ে এসেছি। ও যে নতুন সম্পর্কে আছে সেটা আমি জানি। আমায় একজন বলেছিল। কিন্তু ওকে নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। জীবনে এগিয়ে যেতে চাই। অনেক, অনেক স্ট্রাগল করেছি।” তনুশ্রী জানালেন এই মুহূর্তে তিনি নিজেও সিঙ্গল নন। নতুন সম্পর্কে জড়িয়েছেন। খুব শীঘ্রই হয়তো বিয়েও করবেন। বললেন, “যে ধাক্কাটা খেয়েছি আর ফিরে তাকাতে যাই না। আর তা ছাড়া আমাদের তো বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাই পুরনো জীবনের দিকে আর ফিরে তাকানোর কোনও ইচ্ছে নেই।”

প্রসঙ্গত, ২০১৬ সালে তনুশ্রী দাসের সঙ্গে বিয়ে হয়েছিল প্রবীরের। দীর্ঘ প্রেমের পর বিয়ে হয় তাঁদের। কিন্তু বিয়ের কিছু মাস পরেই ফুটবলারের বিরুদ্ধে বধু নির্যাতনের অভিযোগ এনেছিলেন তনুশ্রী। দায়ের হয়েছিল এফআইআরও। জল গড়ায় আদালত পর্যন্তও। তবে সে সব এখন অতীত। ভরা বৈশাখে প্রবীর দাসের মনে বসন্তের ফুরফুরে হাওয়া। কোকিলের ‘গীত’-এ খুঁজে পেয়েছেন জীবনের ‘শ্রী’। সম্প্রতি একটি ছবি পোস্ট করেছিলেন প্রবীর, যা নিয়ে জোর চর্চা। সামনে জ্বলছে মোমবাতি, লাল গোলাপে ভালবাসার প্রতিফলন নজর এড়াচ্ছে না ভক্তদেরও। সঙ্গী গীতশ্রী। ফাউল, হলুদ কার্ড, গোল, অফসাইড, পেনাল্টি… চেনা শব্দের বাইরে তাঁর হৃদয়ে এখন বিসমিল্লাও তুলেছে সানাইয়ের সুর। এখানেই শেষ নয়, কী ভাবছেন, প্রেমের খবর ময়দানের সতীর্থদের কানে পৌঁছয়নি? আলবাৎ পৌঁছেছে। তাই তো প্রবীরের ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন প্রণয় হালদার থেকে শুরু করে সৌভিক চক্রবর্তী। অন্য এক ভিডিয়োতে প্রণয় লিখেছেন, “অসাধারণ ভাই”। আর সৌভিক লিখেছেন, “ভগবান তোমাদের আশীর্বাদ করুন”। এই মুহূর্তে বেঙ্গালুরু এফসির হয়ে খেলছেন প্রবীর। ওদিকে গীতশ্রীও ব্যস্ত তাঁর নতুন কাজ নিয়ে। এরই মধ্যে প্রেম-টেম, মন্দ কী? ভক্তরা জানাচ্ছেন শুভেচ্ছা। অতীত ভুলে তাঁরা মেতে আছেন প্রেমের আমেজে।

 

Next Article