Tollywood: উদয় প্রতাপের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় ডেবিউ প্রত্যুষার

সিনেমায় প্রত্যুষা অভিনয় করতে চলেছেন এক সাংবাদিকের চরিত্রে। চরিত্রের নাম রাই।

Tollywood: উদয় প্রতাপের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় ডেবিউ প্রত্যুষার
উদয় প্রতাপের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় ডেবিউ প্রত্যুষার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2022 | 3:16 AM

ছোট পর্দায় বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে বহুবার। এবার বড় পর্দায় ডেবিউ হতে চলেছে টেলি অভিনেত্রী প্রত্যুষা পালের। বিপরীতে দেখা যাবে ছোট পর্দার আরও এক চেনা মুখ উদয় প্রতাপ সিংকে। ছবির নাম ‘লাভ ইউ জিন্দেগী’।

সিনেমায় প্রত্যুষা অভিনয় করতে চলেছেন এক সাংবাদিকের চরিত্রে। চরিত্রের নাম রাই। ৩ বছরের রাই একটি পত্রিকাতে ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করেন। সৎ, পরিশ্রমী মেয়েটি রাতদিন এক করে কাজ করলেও প্রাপ্র্য স্বীকৃতি অধরাই থেকে যায়। এরই মধ্যে এমন এক ঘটনা ঘটে যা রাইকে চাকরি ছাড়ার কথা ভাবতে বাধ্য করে। অন্যদিকে তাঁর কোম্পানির মালিক রাহুলকে আবার ভালবাসে রাই। রাহুল যদিও এ সবের কিছুই জানেন না। প্রেমের অলিগলি পেরিয়ে জীবনকে ভালবেসে এগিয়ে নিয়ে যাওয়ার গল্পই এই ছবির ইউএসপি। ছবিটির পরিচালক রিনো দত্ত।

জীবনে প্রথম বড় পর্দায়। কী বলছেন প্রত্যুষা? তাঁর কথায়, “এর আগে কোনওদিন রিপোর্টারের চরিত্রে অভিনয় করিনি। তাই বেশ এক্সসাইটেড। আশা করি দর্শকদের ভাল লাগবে। ছবিতে উদয়-প্রতুষা ছাড়াও রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, অমিত সাহা, দেব প্রসাদ পাল,রাজু মজুমদারসহ অন্যান্য। কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে সিনেমার শুটিং।

আরও পড়ুন- Shehnaaz Gill: ব্যবহারে আমূল পরিবর্তন! শেহনাজকে দেখে চিন্তায় ভক্তরাও