অভিনেতা জিতের প্রযোজনায় এই প্রথম কোনও ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। ছবির নাম ‘আয় খুকু আয়’। ছবিতে প্রসেনজিতের ডবল রোল। এক বাবা ও তার মেয়ের গল্প। মেয়ের চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া রায়। আজ (১৫.১১.২১) থেকে শুটিং শুরু হয়েছে। ছবিতে প্রসেনজিৎকে দেখা যাবে এক হকারের চরিত্রে। সেই লুক তৈরি করেছেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। ছবির ঘোষণা হয়েছে কয়েকদিন আগেই। ঠিক হয়েছিল শুটিংয়ের প্রথম দিনেই প্রকাশ্যে আসবে ছবির লুক। আরও একটা বিষয় মিলে গিয়েছে এখানে। আজ আবার সোমনাথের জন্মদিনও। বিশেষদিনে তাঁর তৈরি প্রসেনজিতের চরিত্রের লুক প্রকাশ আরও বেশি ‘স্পেশ্যাল’ করে দিয়েছে দিনটা। প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে প্রসেনজিতের লুক নিয়ে। কিছুদিন আগে অভিনেতা জিতু কামালকেও সত্যজিৎ রায়ের লুক দিয়েছেন সোমনাথ। জিতের প্রযোজনায় কাজ ও নিজের এই লুক নিয়ে TV9 বাংলাকে কী বললেন প্রসেনজিৎ?
অভিনেতা ও প্রযোজক জিতের সঙ্গে প্রথমবার কাজ করছেন প্রসেনজিৎ। জিৎকে ভাই সম্বোধন করে প্রসেনজিৎ বলেছেন, “আমার আরও ভাল লাগছে, যে আমার ছোট ভাই জিতের কোম্পানি ও প্রযোজনা সংস্থার একটি ছবি ‘আয় খুকু আয়’তে আমি কাজ করছি। জিত আমাকে বলেছিল, আমি যদি ছবিটা করি, তবে ও সেটা প্রোডিউস করবে। আজ সকালে ওর ভাই এসেছিল। আজ প্রথমদিনের শুটিং। খুব এনজয় করছি।”
প্রসেনজিৎ বলেছেন, “এই লুকটা তৈরি করতে আমাদের অনেকটা পরিশ্রম করতে হচ্ছে। আজ আমার লুকস নিয়ে কথা বলতে একটা কারণেই ভাল লাগছে, তার কারণ আমাদের মেকআপ আর্টিস্ট সোমনাথের সঙ্গে এটা আমার তৃতীয় ছবি। ‘গুমনামী’তে ওর সঙ্গে কাজ করেছি। তারপর ‘শেষ পাতা’তেও ওর সঙ্গে কাজ করলাম। এই ছবিটাতেও ওর সঙ্গে কাজ করেছি। ‘আয় খুকু আয়’তে আমার ডবল রোল। বাবা ও মেয়ের গল্প। মানুষটি ট্রেনে হকারি করে। অদ্ভুত একটা চরিত্র। ছবিতে আমার বিভিন্ন লুক আছে। বিভিন্ন রকম গেটআপ আছে। আমরা প্রথমদিন শুটিং করছি। আমার কন্যার চরিত্রে অভিনয় করছে দিতিপ্রিয়া রায়। ওকে আদর করে আমি বার্বি বলে ডাকি। আমাদের পরিচালক শৌভিক কুণ্ডু এটা দারুণ সুন্দর চিত্রনাট্য।”
আরও পড়ুন: Soumitra-Shiboprasad: কবে মুক্তি পাবে ‘বেলাশুরু’? জানালেন পরিচালক শিবপ্রসাদ, ভাসলেন নস্ট্যালজিয়ায়
অভিনেতা জিতের প্রযোজনায় এই প্রথম কোনও ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। ছবির নাম ‘আয় খুকু আয়’। ছবিতে প্রসেনজিতের ডবল রোল। এক বাবা ও তার মেয়ের গল্প। মেয়ের চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া রায়। আজ (১৫.১১.২১) থেকে শুটিং শুরু হয়েছে। ছবিতে প্রসেনজিৎকে দেখা যাবে এক হকারের চরিত্রে। সেই লুক তৈরি করেছেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। ছবির ঘোষণা হয়েছে কয়েকদিন আগেই। ঠিক হয়েছিল শুটিংয়ের প্রথম দিনেই প্রকাশ্যে আসবে ছবির লুক। আরও একটা বিষয় মিলে গিয়েছে এখানে। আজ আবার সোমনাথের জন্মদিনও। বিশেষদিনে তাঁর তৈরি প্রসেনজিতের চরিত্রের লুক প্রকাশ আরও বেশি ‘স্পেশ্যাল’ করে দিয়েছে দিনটা। প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে প্রসেনজিতের লুক নিয়ে। কিছুদিন আগে অভিনেতা জিতু কামালকেও সত্যজিৎ রায়ের লুক দিয়েছেন সোমনাথ। জিতের প্রযোজনায় কাজ ও নিজের এই লুক নিয়ে TV9 বাংলাকে কী বললেন প্রসেনজিৎ?
অভিনেতা ও প্রযোজক জিতের সঙ্গে প্রথমবার কাজ করছেন প্রসেনজিৎ। জিৎকে ভাই সম্বোধন করে প্রসেনজিৎ বলেছেন, “আমার আরও ভাল লাগছে, যে আমার ছোট ভাই জিতের কোম্পানি ও প্রযোজনা সংস্থার একটি ছবি ‘আয় খুকু আয়’তে আমি কাজ করছি। জিত আমাকে বলেছিল, আমি যদি ছবিটা করি, তবে ও সেটা প্রোডিউস করবে। আজ সকালে ওর ভাই এসেছিল। আজ প্রথমদিনের শুটিং। খুব এনজয় করছি।”
প্রসেনজিৎ বলেছেন, “এই লুকটা তৈরি করতে আমাদের অনেকটা পরিশ্রম করতে হচ্ছে। আজ আমার লুকস নিয়ে কথা বলতে একটা কারণেই ভাল লাগছে, তার কারণ আমাদের মেকআপ আর্টিস্ট সোমনাথের সঙ্গে এটা আমার তৃতীয় ছবি। ‘গুমনামী’তে ওর সঙ্গে কাজ করেছি। তারপর ‘শেষ পাতা’তেও ওর সঙ্গে কাজ করলাম। এই ছবিটাতেও ওর সঙ্গে কাজ করেছি। ‘আয় খুকু আয়’তে আমার ডবল রোল। বাবা ও মেয়ের গল্প। মানুষটি ট্রেনে হকারি করে। অদ্ভুত একটা চরিত্র। ছবিতে আমার বিভিন্ন লুক আছে। বিভিন্ন রকম গেটআপ আছে। আমরা প্রথমদিন শুটিং করছি। আমার কন্যার চরিত্রে অভিনয় করছে দিতিপ্রিয়া রায়। ওকে আদর করে আমি বার্বি বলে ডাকি। আমাদের পরিচালক শৌভিক কুণ্ডু এটা দারুণ সুন্দর চিত্রনাট্য।”
আরও পড়ুন: Soumitra-Shiboprasad: কবে মুক্তি পাবে ‘বেলাশুরু’? জানালেন পরিচালক শিবপ্রসাদ, ভাসলেন নস্ট্যালজিয়ায়