‘আমি ইন্ডাস্ট্রি’ এই সংলাপের পর থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সকলে এই নামেই ডেকে থাকেন। তিনি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে যেভাবে পাল্টে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন, তা এক কথায় প্রতিটা ক্ষেত্রেই প্রশংসিত। তবে এই স্টার কেন বলিউডের পর্দায় সেভাবে জায়গা করতে পারলেন না? না, জায়গা করতে পারলেন না বলা ভুল। তিনি নিজেই জানিয়েছিলেন ‘ম্যাঁনে পেয়ার কিয়া’ ছবির জন্য ডাক পেয়েছিলেন তিনি। তবে সেই ছবি কেনও করেননি তা নিয়ে খুব একটা মুখ খুলতে চাননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত প্রথম ওয়েব সিরিজ় জুবিলি এখন সিনেপাড়ার অন্যতম চর্চিত বিষয়। প্রথম ওটিটিতে হাতেখড়ি হচ্ছে টলিপাড়ার বুম্বাদার। তবে বাংলা নয়, হিন্দি এই সিরিজ়েই আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। যার ফলে বলিউডে এখন তাঁর নিত্য উপস্থিতি বর্তমান। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই খবর। বর্তমানে ‘জুবিলি’র প্রচারেই বারে বারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন তিনি। যার ফলে একাধিক প্রশ্নের মুখোমুখি হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে কী জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? কেন বলিউডে কেরিয়ার তৈরি হল না তাঁর? তিনি বলেন, ”আমার মনে হয়, স্থানীয় অভিনেতারা মুম্বইয়ে বেশি কাজ পায় না। আমি শেষ কাজ করেছি সাংঘাই-তে। অনেক বছর পেরিয়ে গিয়েছে। তারপর আবার জুবলির হাত ধরে ফেরা মুম্বইয়ে।”
গত ১০ থেকে ১২ বছর ধরে মূল ধারার বাণিজ্যিক ছবি তিনি করছেন না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অন্য এক সাক্ষাৎকারে আরও জানান, তিনি নতুন পরিচালকদের সঙ্গেই বেশি কাজ করছেন। শীঘ্রই আমাজ়ন প্রাইমে মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই জুবিলি। এই সিরিজ়ে তাঁকে শ্রীকান্ত রায়ের চরিত্রে দেখা যাবে। বাংলাতেও একাধিক ছবির কাজ এখন অভিনেতার হাতে। সব মিলিয়ে এখন বলিউড-টলিউড মিলে তাঁর ব্যস্ততা তুঙ্গে।