সবুজ মাঠ নয়। বরং কংক্রিটের বাঁধানো উঠোন। সেখানে ফুটবলের টক্কর চলছে বাবা-ছেলের। এই বাবা-ছেলেকে টলিউডে সকলে চেনেন। বাবা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গী তাঁর এবং অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে মিশুক অর্থাৎ তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। শুক্রবার ঠিক এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা।
ছবির ক্যাপশনে প্রসেনজিৎ লিখেছেন, ‘বাঙালি ও ফুটবল’। হ্যাশট্যাগে রয়েছে ‘ফ্ল্যাশব্যাক ফ্রাইডে’। অর্থাৎ এ ছবি নতুন নয়। তৃষাণজিৎকে দেখলেই বোঝা যাচ্ছে, এটা তার কয়েক বছর আগের ছবি। এখন সে লম্বায় বাবার সমান।
প্রসেনজিৎ ফুটবল ভালবাসেন। প্রিয় দলের খেলা থাকলে টিভিতে আজও চোখ থাকে তাঁর। তৃষাণজিতের ফুটবল প্রেমের কথাও একাধিকবার প্রকাশ্যে বলেছেন প্রসেনজিৎ এবং অর্পিতা। পড়াশোনার কারণে দেশের বাইরে থাকে সে। সেখানেও পড়াশোনার ফাঁকে ফুটবলে মেতে থাকে এই স্টার কিড। তৃণাজিৎ আর্জেন্টিনার ভক্ত। ছেলের আবদার মেটাতে বিশ্বকাপ ফুটবল মঞ্চে একসঙ্গে ছেলের সঙ্গে বসে খেলা দেখেছিলেন প্রসেনজিৎ। সে ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। আপাতত পুরনো অ্যালবামের স্মৃতি শেয়ার করেছেন তিনি।
আরও পড়ুন, Yami Gautam: আর্থিক তছরুপের অভিযোগে ইয়ামি গৌতমকে ডেকে পাঠাল ইডি