Prosenjit-Koel-Ranjit: লুকিয়ে মিষ্টি খেতে গিয়ে কোয়েলের কাছে ধরা পড়লেন রঞ্জিত মল্লিক, যার সাক্ষী প্রসেনজিৎ
Prosenjit-Koel-Ranjit: “মেয়েরাও মাঝেমাঝে বকা দেয়, কারণ মেয়েরাও মায়ের স্নেহে আগলে রাখে তাদের বাবাদের”
রঞ্জিত মল্লিক বাড়ির কোনও গোপন সিঁড়িতে বসে আছেন। হাতে এক থালা মিষ্টি। বসে একটি মিষ্টিতে দিয়েছেন কামড়। অমনি পিছন থেকে মেয়ে কোয়েল এসে হাজির। কাঁধে হাত দিয়ে বাবাকে প্রশ্ন কী হচ্ছে? এখানেই থামেননি কোয়েল, মাকে বলে দেওয়ার হুমকি দিয়ে থালা নিয়ে চলে গেলেন। এই ঘটনায় মোটেই খুশি হননি রঞ্জিতবাবু বরং হয়েছেন হতাশ আর বিরক্ত। এই ঘটনাটির ভিডিয়ো সোশ্যাম মিডিয়াতে আবার ভাগ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
View this post on Instagram
বিষয়টা কী? বাড়িতে লুকিয়ে মিষ্টি খাওয়া কোয়েল টের পেতে পারেন, কিন্তু বুম্বা কী করে পেলেন? এই ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে আবার বাজচ্ছে, ‘হাটি হাটি পা, মিঠি মিঠি মন’ গানটি। এবার নিশ্চয়ই পুরো বিষয়টা বোঝা যাচ্ছে। আসলে পুরোটাই প্রসেনজিতের নতুন ছবি ‘আয় খুকু আয়’-এর প্রচারের জন্য। ছবির প্রচারের জন্য নানা রকম কৌশল অবলম্বন করছে গ্রাসরুট। এটাও তারই অঙ্গ। তারাই এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে ভাগ করেছে। প্রসেনজিৎ-ও সেটা ভাগ করেছেন কোয়েল এবং রঞ্জিত মল্লিককে ধন্যবাদ জানিয়ে।
“মেয়েরাও মাঝেমাঝে বকা দেয়, কারণ মেয়েরাও মায়ের স্নেহে আগলে রাখে তাদের বাবাদের”- এই ক্যাপশন দিয়ে ভিডিয়োটি দেওয়া হয়। সত্যি মেয়েরা তাঁদের বাবাকে আদরে-যত্নে-শাসনে রাখেন। সৌভিক কুন্ডু পরিচালিত এই ছবির গল্প এই কথাই মনে করিয়ে দেবে। বাবা-মেয়ের জীবন-যুদ্ধের লড়াইয়ের গল্প বলবে ‘আয় খুকু আয়’। দিতিপ্রিয়া রায় প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করছেন। সকলের প্রিয় ‘রাণি রাসমণি’ নিজের ইমেজ ভেঙে নানা ধরনের চরিত্রে অভিনয় করছেন। এই ছবিও তার মধ্যে অন্যতম। প্রসেনজিৎ-ও অবার অন্যরকম চরিত্রে অভিনয় করছেন। তাঁর ছবির লুক ইতিমধ্যে দেখা হয়ে গিয়েছে ট্রেলারে। কোন গল্প তিনি শোনাবেন তা সিনেমা মুক্তিতেই জানা যাবে।