Koneenica Banerjee: রাজর্ষির ২০ বছরের পুরনো জেদ পূর্ণ হল কনীনিকার সাহচর্যে!
Koneenica Banerjee: রিয়েল লাইফ মুখার্জীদার বউ অর্থাৎ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। টলিউডে ‘মায়া’ তাঁর প্রথম ছবি। তিনিই এই ছবির মুখ্য অভিনেত্রী।
‘মায়া’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে এখন ব্যস্ত পরিচালক রাজর্ষি দে। এই ছবিতে রিয়েল লাইফ এবং রিল লাইফ ‘মুখার্জীদার বউ’-এর সঙ্গে কাজ করলেন তিনি। রিয়েল লাইফ ‘মুখার্জীদার বউ’য়ের সঙ্গে সখ্যতার কথা আগেই শেয়ার করেছিলেন পরিচালক। এ বার তাঁর কলমে উঠে এল রিল লাইফ ‘মুখার্জীদার বউ’-এর কথা।
রিয়েল লাইফ মুখার্জীদার বউ অর্থাৎ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। টলিউডে ‘মায়া’ তাঁর প্রথম ছবি। তিনিই এই ছবির মুখ্য অভিনেত্রী। অন্যদিকে পৃথা চক্রবর্তী পরিচালিত ‘মুখার্জীদার বউ’ ছবিতে অভিনয় করেছিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে এই ছবিতে কাজ করেছেন রাজর্ষি। সদ্য এই ছবির ডাবিং শেষ করলেন কনীনিকা।
ফেসবুকে রাজর্ষি লিখেছেন, ‘আমার এই অভিনেত্রীকে বহুকাল আগে, তাও প্রায় বিশ বছর আগে , একটা স্ক্রিপ্ট শোনাতে চেয়েছিলাম। তখন লিখতাম। তিনি ফোনে বলেছিলেন সম্ভব না শোনার, একদমই সময় নেই তাঁর। তারপর তিনি জনপ্রিয় হতেই থাকলেন , আমারও লেখক সত্তাটা একেবারেই তলানিতে গিয়ে ঠেকলো এবং আমি কর্পোরেট হয়ে গেলাম। তারপর আরও প্রায় দশ বারো বছর পর সেই অভিনেত্রী কামাল করলেন একটি অরিজিনাল ছবিতে , নাম ‘কাদের কুলের বউ’,… আমি ছিলাম ছবিটার ক্রিয়েটিভ ডিরেক্টর। সেই বিশ বছর পুরোনো জেদ যে এনার সাথে কাজ করবটা, ফুলফিল হল। … তিনি আর কেউ নন …,আমাদের কনী। নিন্দুকরা মজা করে বলছেন মায়া ছবিতে আমি নাকি রিল মুখার্জীদার বৌ আর রিয়েল মুখার্জীদার বউ দুজনের সঙ্গেই কাজ করেছি আমি ভাগ্যবান।’
২০১৮-এ টেলিভিশনে শেষ কাজ করেছেন অভিনেত্রী কনীনিকা। জনপ্রিয় ধারাবাহিক ‘অন্দরমহল’-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। সে বছরই সন্তানসম্ভবা হন তিনি। ২০১৯-এ জন্ম হয় মেয়ে কিয়ার। ‘অন্দরমহল’ টেলিভিশনে কনীনিকার শেষ কাজ। কিয়ার জন্মের পর এখনও পর্যন্ত ছোট ছোট কাজ করলেও সে ভাবে দীর্ঘ কমিটমেন্টে যাননি তিনি। ফের টেলিভিশনে ফিরছেন তিনি। নতুন বাংলা ধারাবাহিক ‘আয় তবে সহচরী’।
টেলিভিশনে ধারাবাহিকের রুটিনে ফিরলে দিনের অনেকটা সময় কিয়াকে ছেড়ে থাকতে হবে। কী ভাবে ম্যানেজ করবেন? কনীনিকা এ প্রসঙ্গে আগেই TV9 বাংলাকে বলেন, “কিয়াকে রেখে কাজ করা কঠিন। এই দু’বছর তো আমিই ওর সব কিছু করেছি। মা, বাবারও বয়স হয়েছে। কিয়া তো জানেই না, মা কাজ করত। ধীরে ধীরে ও রিয়ালাইজ করবে, মা কাজে ফিরবে, কাজ করবে, এটা বুঝতে পারবে নিশ্চয়ই। ভাল করে প্রোডাকশন হলে আমি কিয়াকে সঙ্গে নিয়েও যেতে পারি। দেখা যাক।”
কাজের ব্যস্ততার মধ্যেও কিয়াকে সময় দেওয়া কনীনিকার প্রায়োরিটি। তিনি সে চেষ্টার কোনও ত্রুটি রাখতে চান না। অসমবয়সি বন্ধুত্বের গল্প বলবে নতুন বাংলা ধারাবাহিক ‘আয় তবে সহচরী’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও অরুণিমা হালদার। এই ধারাবাহিকের মাধ্যমেই কামব্যাক করছেন অভিনেত্রী। এক মধ্যবয়সী গৃহবধূ ও মায়ের ইচ্ছেপূরণের গল্প বলবে এই ধারাবাহিক। প্রোমোতেই স্পষ্ট, যে কনীনিকা ও অরুণিমার মধ্যেই হতে চলেছে সেই বন্ধুত্ব। ধারাবাহিকের মূল গল্প সাহানা দত্তর। প্রোমো বলছে, নিজের সেই স্বপ্ন পূরণের জন্য সহচরী যায় কলেজে। কিন্তু পথ বেশ কঠিন। হঠাৎ মায়ের বয়সি এক মহিলাকে কলেজ চত্বরে দেখে তামাশা করতে শুরু করে পড়ুয়ারা। সহচরী ঘাবড়ে যায়। সকলের সঙ্গে লড়াই করে তার হাত ধরে এক ফুটফুটে যুবতী। ধারাবাহিকে সহচরী, অর্থাৎ কনীনিকার বিপরীতে তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রজিৎ চক্রবর্তী।
আরও পড়ুন, ইমনের পরিবারে নতুন অতিথি, দেখুন সন্দেশ চক্রবর্তীর ছবি