একা হাতে ছেলেকে মানুষ করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রবাল বসুর সঙ্গে তাঁর অফিসিয়াল বিচ্ছেদ না হলেও একসঙ্গে থাকেন না তাঁরা। ছেলের দায়িত্ব যৌথভাবে পালন করলেও বেশিরভাগ সময় মায়ের কাছেই থাকে প্রনীল। আর ছোটটি নেই সে। রচনা ব্যস্ত। শুটিংয়ে ঠাসা শিডিউল তাঁর। এমতাবস্থায় অনেকেরই মনে হতে পারে তিনি বুঝি ছেলেকে সময় দিতে পারেন না। কিন্তু তা যে কতটা ভুল ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে এসে ফাঁস করলেন সুদীপা চট্টোপাধ্যায়। জানালেন, শুধু ছেলের জন্য কী করেছেন রচনা।
সুদীপার কথায়, “রচনা দি আমার পাশাপাশি মেকআপ রুম। আমি প্রায়ই দেখি ওঁর ঘরে একটা বোরখা ঝুলছে। আমি একদিন আর থাকতে না পেরে ওঁর হেয়ার স্টাইলিস্টকে জিজ্ঞাসা করি, এই বোরখাটা কেন? উনি জানান, দিদি (রচনা) তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য এখান থেকে মেট্রো স্টেশন যান। সেখান থেকে বোরখা পরে কালীঘাট স্টেশনে নামেন। সেখানে ওঁর জন্য একটা গাড়ি দাঁড়িয়ে থাকে। এরপর সেই গাড়ি করে বাড়ি যান যাতে বাড়ি গিয়ে ছেলেকে পড়াতে বসতে পারেন।”
রচনার এই কাণ্ডে আপ্লুত সুদীপা। যোগ করেন, ‘আমার সাধের দিন তাই রচনা দিকে আমন্ত্রণ জানিয়ে লিখেছিলাম, তোমার মাতৃত্বের ৫০ শতাংশ যেন পেতে পারি।” সুদীপাও মা। যদিও তাঁর ছেলে আদি ছোট। রচনা যেভাবে ছেলেকে মানুষ করেছেন, তাই আগামী দিনে অনুসরণ করতে চান তিনি। সত্যিই তো, মা হওয়া কি আর মুখের কথা!