রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার– এক সময় তুমুল প্রেম ছিল তাঁদের। অল্প বয়সে বিয়ে, সংসার ও তাঁদের একমাত্র ছেলে সহজ। কিন্তু কিছু বছর যেতেই সম্পর্কের অবনতির কথা কে না জানেন? আইনি বিচ্ছেদ না হলেও আলাদা থাকেন তাঁরা। তবে যোগাযোগ নেই এ কথা ভুল। দম্পতির মধ্যে যোগসূত্র যে সহজ করে দিয়েছে সে সহজ। আর এই সহজের সঙ্গেই উৎসবের রাতে এক ফ্রেমে ধরা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা। হাসিহাসি মুখে তিন জন, উৎসবের উদযাপন হয়েছে প্রিয়াঙ্কার বাড়িতেই। টিভিনাইন বাংলা রাহুলকে ফোন করতেই অভিনেতার উত্তর, “হ্যাঁ, প্রিয়াঙ্কার বাড়িতে গিয়েছিলাম। সেখানেই সবাই মিলে একসঙ্গে কাটিয়েছি”। কালীপুজোর রাতেই কি তবে দীর্ঘদিনের জমাট বাঁধা সম্পর্কের জট খুলতে শুরু করেছে? অভিনেতা এ ব্যাপারে নীরব থাকলেও গুঞ্জন বলছে সম্পর্কের বরফ হয়তো গলছে অবশেষে। নিজেদের মধ্যে দূরত্ব বাড়লেও বাবা-মা সেই ছোট থেকেই ছেলেকে একসঙ্গেই বড় করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে এক হয়েছেন ওঁরা, সম্পর্কের তিক্ততার আঁচ থেকে সহজেই দূরে সরিয়েছেন সহজকে। নেটিজেনদেরও যে তাঁরা বড়ই প্রিয়। তাঁদেরও যে ইচ্ছে আবারও এক হন ওঁরা।
প্রসঙ্গত, কিছুদিন আগেই জন্মদিন গিয়েছিল রাহুলের। ‘লাল কুঠি’ ধারাবাহিকের টিমের সঙ্গেই কেটেছিল জন্মদিন তাঁর। শুটিং শেষে খাওয়া দাওয়াও হয়েছে শহরের এক নামজাদা দক্ষিণী রেস্তরাঁয়। দেখা মিলেছিল রুকমারও। ওই জন্মদিনের পার্টিতেই রুকমার গালের রাহুলের চুমু নিয়ে যখন টলিপাড়ার অন্দরেই চলছে জোর গসিপ তখন রাহুলের সামাজিক মাধ্যমে এই ছবি…। নেটিজেনদের কৌতূহল যে বাড়বে, তা তো খানিক স্বাভাবিকই। এ তো গেল ব্যক্তিগত সম্পর্কের চর্চা।
অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও যে রাহুলের হাতেখড়ি হতে চলেছে সে খবর বেশ কয়েক মাস আগেই সামনে এসেছিল। ভারতের ক্রিকেট ইতিহাসে সৌরভের অবদান, ১৯৯৬ সালে অভিষেক টেস্টে লর্ডসে শতরান, রাজকীয় ভঙ্গিতে লর্ডসের ব্যালকনিতে ভারতীয় জার্সি খুলে ঘোরানোর মতো ক্ষিপ্রতার কথা মাথায় রেখেই ‘কলকাতা ৯৬’ বলে একটি সিনেমা তৈরি করার কথা ঘোষণা করেছিলেন রাহুল। যদিও সম্প্রতি বোর্ড সভাপতির পদ থেকে সৌরভের বিদায়ের কারণে প্রযোজক রানা সরকার জানিয়েছেন ওই ছবির জন্য তিনি অর্থ দেবেন না। তাঁর যুক্তি, লর্ডসের মাঠে সৌরভ গাঙ্গুলির শতরানের ফুটেজের অংশ ছবিতে দরকার ছিল। দাদা যদি বিসিসিআইয়ের সভাপতি পদে থাকতেন তবে হয়তো সেই ফুটেজ ২০-৩০ লক্ষ টাকায় পেয়ে যেতাম। কিন্তু এখন যেহেতু তিনি আর ওই পদের নেই, আমি খোঁজ নিয়েছি ওই ৩-৪ মিনিটের ফুটেজ কিনতে আমার এক কোটির উপর খরচ হবে যা আমি দিতে পারব না।” অন্যদিকে রাহুলের বক্তব্য, “ছবিটি করব। রানাদা যদি না করে তবে অন্য কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে নিশ্চয়ই এই ছবি হবে।”