হাসপাতালে ভর্তি পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চলছে চিকিৎসা। জানা যাচ্ছে মূত্রে সংক্রমণ দেখা দিয়েছে তাঁর। ব্যাপারটি আরও খতিয়ে জানতে টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল রাজের শ্যালিকা তথা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রীর সঙ্গে। তিনি জানান, এই মুহূর্তে রাজের সঙ্গেই দেখা করতে যাচ্ছেন তিনি। ‘ইউরিন ইনফেকশন’ হয়েছে। তিনি বলেন, “আসলে যা গরম পড়েছে। তার মধ্যে রাজ এত ব্যস্ত থাকে। সে কারণেই এমনটা হয়েছে। তবে চিন্তার কারণ নেই। আশা করছি ও দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।”
একদিকে ব্যারাকপুরের দায়িত্ব অন্যদিকে পরিচালকের দায়িত্ব– এই দুই-ই শক্ত হাতে সামলাচ্ছেন রাজ চক্রবর্তী। সম্প্রতি তিনি শেষ করেছে তাঁর ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর শুটিংও। রাজের ওই সিরিজে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে এই প্রথম বার দেখা যাচ্ছে পর্দার এপারে। অভিনয় নয়, প্রযোজক হিসেবে এই তাঁর কেরিয়ারের শুরু। সিরিজে সায়নী-জুন ছাড়াও দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী , কৌশানী মুখোপাধ্যায় , গৌরব চক্রবর্তী , দেবাশীষ মণ্ডলসহ অনেককেই। কিছুদিন আগেই চূড়ান্ত ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। নিজের জন্মদিনে শুভশ্রী তাঁর সঙ্গে এক চুম্বনের ছবি শেয়ার করেছিলেন। যে ছবিতে রাজের ঠোঁটে ঠোঁট তাঁর প্রিয় মানুষের, বাহুডোরে বেঁধে রাখা দুটি মন, দুটি দেহ। ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় কটাক্ষ। অনেকেই বলেছিলেন এ নাকি মোটেও ‘বিধায়ক সুলভ’ নয়। যদিও দম্পতি তাতে বিশেষ পাত্তা দেননি। নিজেদের কাজের ব্যস্ত ছিলেন তাঁরা।
প্রসঙ্গত, গত বছর রাজের বেশ কয়েকটি ছবি মুক্তি পেলেও তার একটিকেও ‘হিট’ তকমা দেওয়া যায় না। অথচ কন্টেন্টে যে অভিনবত্ব ছিল সে কথা খোদ স্বীকার করে নিয়েছেন সমালোচকেরাও। তবে কেন ফ্লপ? সে উত্তর অজানা। ‘আবার প্রলয়’ দিয়ে তিনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন কিনা এখন সেটাই দেখার।