KIFF 2022: করোনা আবহেই আসছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, ‘থালি গার্ল’ হচ্ছেন কোন অভিনেত্রী?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 30, 2021 | 8:22 PM

ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ 'থালি গার্ল'। কখনও কোয়েল মল্লিক, নুসরত জাহান, আবার কখনও বা ঋতাভরী চক্রবর্তীকেও দেখা গিয়েছে এই ভূমিকায়। এবারের থালি গার্ল কে?

KIFF 2022: করোনা আবহেই আসছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, থালি গার্ল হচ্ছেন কোন অভিনেত্রী?
করোনা আবহেই আসছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল

Follow Us

দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এ রাজ্যের অবস্থাও বেশ আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে ২১২৮। এমতাবস্থায় আসন্ন ফিল্ম ফেস্টিভ্যালের অবস্থা কী হতে চলেছে, তা নিয়েই টিভিনাইন বাংলার কাছে মুখ খুললেন চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী। কে হবেন থালি গার্ল? কীভাবে বা বজায় থাকবে যাবতীয় সতর্কতা, উত্তর দিলেন পরিচালক।

বুধবার রাতেই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন করোনা আবহে এবারের চলচ্চিত্র উৎসবের সূচনা হতে পারে নবান্ন সভাগৃহ থেকেই। এ সিদ্ধান্তেই সম্মতি জানিয়ে রাজ জানিয়েছেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পরিবর্তে সেখানেই অল্প সংখ্যক অতিথি নিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের সূচনার আয়োজন করা হবে। যেভাবে কোভিড বাড়ছে তাতে করে, ফিল্ম স্ক্রিনিংয়ের ক্ষেত্রেও দর্শকাসন নিয়ন্ত্রণ করা হবে কিনা সে বিষয়ে আলোচনা করা হচ্ছে। রাজের কথায়, “কোভিড সংক্রান্ত পূর্ববর্তী সমস্ত নিয়মবিধি তো বহাল আছেই তা সত্ত্বেও যাবতীয় সতর্কতা মেনেই যা করার করা হবে।”

ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ‘থালি গার্ল’। কখনও কোয়েল মল্লিক, নুসরত জাহান, আবার কখনও বা ঋতাভরী চক্রবর্তীকেও দেখা গিয়েছে এই ভূমিকায়। এবারের থালি গার্ল কে? রাজ জানিয়েছেন, নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান অনুষ্ঠিত হলে সে ক্ষেত্রে থালি গার্ল নির্বাচনের ব্যাপার ছিল, কিন্তু যেহেতু নবান্নতেই হবে শুভ সূচনা তাই ‘থালি গার্ল’-এর প্রয়োজনীয়তা আপাতত নেই।
কাঁধের উপর ফিল্ম ফেস্টিভ্যালের দায়িত্ব, রয়েছে বিধায়কের দায়িত্ব আবার একইসঙ্গে আগামী ২১ জানুয়ারি মুক্তি পাচ্ছে রাজের ছবি ‘ধর্মযুদ্ধ’। করোনার কারণে বারংবার পিছিয়ে যাওয়া এই ছবি কি আবারও স্বীকার হতে চলেছে মহামারির ‘তৃতীয় ঢেউ’য়ের? ছবি কি পিছিয়ে দেবেন রাজ? পরিচালকের উত্তর, “এখনও পর্যন্ত ২১ জানুয়ারিই ছবি মুক্তির দিন ঠিক রয়েছে। এবার সবটাই অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন- Tollywood Serial TRP: বর্ষশেষে ‘স্টার’ চমক, টিআরপিতে জ্বলজ্বল ‘গাঁটছড়া’, ঘাড়ে নিঃশ্বাস জি-এর!

 

 

 

Next Article