Raj-Subhashree: মালদ্বীপে একান্তে রাজ-শুভশ্রী, কমেন্ট বক্সে কী লিখলেন রোশন সিং?

শুধু রাজ-শুভশ্রীই নয়, ওই ট্রিপে তাদের সঙ্গী হয়েছে সেলেব কাপলের একমাত্র সন্তান ইউভানও। এটিই তার প্রথম বিদেশযাত্রা। এর আগে শহর ছাড়ার দিন ক্যামেরা বন্দি হয়েছিল ছোট্ট ইউভান।

Raj-Subhashree: মালদ্বীপে একান্তে রাজ-শুভশ্রী, কমেন্ট বক্সে কী লিখলেন রোশন সিং?
কী লিখলেন রোশন সিং?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2021 | 2:49 PM

মালদ্বীপ বেড়াতে গিয়েছেন টলিপাড়ার হ্যাপেনিং কাপল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একের পর এক শেয়ার করছেন ছবি। কখনও সমুদ্রের ধারে একান্তে আবার কখনও বা পড়ন্ত রোদেলা বেলায় উপচে পড়ছে তাঁদের প্রেম। টলিপাড়ার বন্ধুরাও ভরিয়ে দিয়েছেন ভালবাসায়। কেউ লিখেছেন, ‘হট’… আবার কারও মতে কাপল গোলস দিচ্ছেন তাঁরা। তবে এরই মধ্যে নজর কেড়েছে শ্রাবন্তীর স্বামী রোশন সিংয়ের কমেন্ট। রাজ-শুভশ্রীর ছবিতে কী কমেন্ট করলেন তিনি?

সূর্যস্নানে ব্যস্ত রাজ। ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত, চোখে রোদচশমা। তাঁর কোলে মাথা রেখেছেন শুভশ্রী। রাজকে দেখে রোশন লিখছেন, “রাজ দা, তোমায় মেক্সিকানের মতো দেখতে লাগছে।” রাজের ‘ট্যান লুক’ দেখে এমনটাই মনে হয়েছে তাঁর? ছবিতে কমেন্ট করেছেন ইমন চক্রবর্তীও। ঋতাভরী আবার লিখেছেন, “ওয়ে টু হট”। ভালবাসা জানিয়েছেন তাঁদের অনুরাগীরাও।

শুধু রাজ-শুভশ্রীই নয়, ওই ট্রিপে তাদের সঙ্গী হয়েছে সেলেব কাপলের একমাত্র সন্তান ইউভানও। এটিই তার প্রথম বিদেশযাত্রা। এর আগে শহর ছাড়ার দিন ক্যামেরা বন্দি হয়েছিল ছোট্ট ইউভান। টলমল পায়ে হেঁটে বেরিয়েছিলে বিমানবন্দরের এদিক-ওদিক। মায়ের সঙ্গে রঙ মিলিয়েই পোশাক পরেছিল সে। দিন কয়েক আগেই পুরী বেড়াতে গিয়েছিল ইউভান। প্রথম বার সমুদ্র দেখেছিল সে। সেই ছবি শেয়ার করেছিলেন বাবা-মা’ও। আরও একবার সমুদ্রের কাছাকাছি পৌঁছে গেল সে… এবারও সঙ্গী বাবা-মা।

বলিউডে সেলেবদের মধ্যে মালদ্বীপ যাওয়ার চল রয়েছে। কিছুদিন আগেই মালদ্বীপ থেকে ঘুরে এলেন পরিণীতি চোপড়া। রাহুল-বৈদ্য ও দিশা পারমারকেও দেখা গিয়েছে সেখানে, এই কয়দিন আগেই। টলিউডেও ক্রমে চালু হয়েছে সেই ট্রেন্ড। মাস খানেক আগেই মালদ্বীপে ছেলে ও ছেলের প্রেমিকাকে নিয়ে ছুটি কাটিয়ে এসেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার সেই দলে নাম লেখালেন রাজ-শুভশ্রীও।