‘খেলা দেখিয়ে দেব আমরা’, নির্বাচনী প্রচারে বললেন রাজ

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 08, 2021 | 8:03 PM

হালিশহরে বড় হওয়া রাজ দাবি করলেন, ব্যারাকপুর তাঁর চেনা জায়গা। তাঁর আবেদন, “আমাকে কী করতে হবে, আমাদের কী করতে হবে, আপনারা বলুন। খেলা দেখিয়ে দেব আমরা।”

‘খেলা দেখিয়ে দেব আমরা’, নির্বাচনী প্রচারে বললেন রাজ
রাজ চক্রবর্তী।

Follow Us

সাদা পাঞ্জাবি-পাজামা। বুকে তৃণমূলের ব্যাজ। হালিশহর থেকে কলকাতায় অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে আসা যুবক নন। ক্যামেরার পিছনে পর পর সফল ছবি তৈরি করা পরিচালক নন। এই লুকে রবিবারের ব্যারাকপুর যে রাজ চক্রবর্তীকে (Raj Chakroborty) দেখল, তিনি নেতা। জননেতা।

আসন্ন বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ। রবিবার থেকেই নির্বাচনী প্রচার শুরু করে দিলেন তিনি। কর্মীসভার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ।

ব্যারাকপুরে দাঁড়িয়ে রাজ বলেন, “ছোটবেলা থেকে আমার আইডল মমতা বন্দ্যোপাধ্যায়। মনে হত, যদি কোনওদিন বড় হই, ওঁর মতো করে লড়াই করে বড় হব। আমি ছোট থেকে দেখেছি, সিপিএম কাউকে ভোট দিতে দিত না। সে কারণে সিপিএমকে পছন্দ করতাম না। দিদি আমাদের অভিভাবকের মতো। ২০১১ থেকেই ওঁর সঙ্গে ছিলাম। তবে রাজনীতির ময়দানে সরাসরি আসব, কখনও ভাবিনি।”

??

Posted by Raj Chakraborty on Sunday, March 7, 2021

 

২০২১-এ হঠাৎ কী এমন হল, যাতে সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ? তাঁর কথায়, “এমন একটা সময় এল, যখন কাছের মানুষরা দিদিকে ছেড়ে গেল। তখন মনে হল, দিদি যাদের আগলে রেখেছে, বিপদে আপদে পাশে থেকেছে, এই সময় যদি পাশে না থাকি, সেটা ঠিক নয়।”

হালিশহরে বড় হওয়া রাজ দাবি করলেন, ব্যারাকপুর তাঁর চেনা জায়গা। তাঁর আবেদন, “আমাকে কী করতে হবে, আমাদের কী করতে হবে, আপনারা বলুন। খেলা দেখিয়ে দেব আমরা।”

আরও পড়ুন, ইন্সপিরেশন সব মেয়েদের মধ্যেই রয়েছে, তার জন্য জনপ্রিয় হতে হবে না: ঋতাভরী

Next Article