Raj-Subhashree: ‘বর এমনই হওয়া উচিৎ’, অন্তঃসত্ত্বা শুভশ্রীর ইচ্ছেপূরণ রাজের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 07, 2023 | 3:29 PM

Raj-Subhashree: মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে আট মাসের অন্তঃসত্ত্বা তিনি। কাজ কমিয়েছেন ঠিকই তবে একেবারে ছাড়েননি। এরই মধ্যে শুভশ্রীর ইচ্ছেপূরণ করলেন রাজ চক্রবর্তী পরিচালকের ব্যস্ত শিডিউল। তবে এরই মধ্যে সময় বের করে শুভশ্রীকে নিয়ে গেলেন ডিনারে। সেই ছবি শেয়ার করেছেন শুভশ্রী নিজেই। বাহারি খাবার, আর সঙ্গে প্রিয় মানুষ-- এই বিশেষ সময়ে আর কী বা চান তিনি?

Raj-Subhashree: বর এমনই হওয়া উচিৎ, অন্তঃসত্ত্বা শুভশ্রীর ইচ্ছেপূরণ রাজের
অন্তঃসত্ত্বা শুভশ্রীর ইচ্ছেপূরণ রাজের

Follow Us

মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে আট মাসের অন্তঃসত্ত্বা তিনি। কাজ কমিয়েছেন ঠিকই তবে একেবারে ছাড়েননি। এরই মধ্যে শুভশ্রীর ইচ্ছেপূরণ করলেন রাজ চক্রবর্তী পরিচালকের ব্যস্ত শিডিউল। তবে এরই মধ্যে সময় বের করে শুভশ্রীকে নিয়ে গেলেন ডিনারে। সেই ছবি শেয়ার করেছেন শুভশ্রী নিজেই। বাহারি খাবার, আর সঙ্গে প্রিয় মানুষ– এই বিশেষ সময়ে আর কী বা চান তিনি? কিছু দিন আগেই মুম্বই গিয়েছিলেন রাজ চক্রবর্তী। সেখান থেকে ফিরেছে সদ্য। ফিরে এসেই পরিচালক ব্যস্ত স্ত্রীর পরিচর্যায়। সেই ছবি সামনে আসতেই নেটিজেনদের একটা বড় অংশও প্রশংসায় পঞ্চমুখ। রাজ পেয়ে গিয়েছেন আদর্শ স্বামীর তকমাও।

প্রসঙ্গত, প্রেগন্যান্সির তিন মাস পার হতেই সামাজিক মাধ্যমে মা হওয়ার খবর দিয়েছিলেন রাজ চক্রবর্তী। শুভশ্রীও জানিয়েছিলেন ইউভান বড় দাদা হতে চলেছে। প্রেগন্যান্সির যাবতীয় খুঁটিনাটি নিয়ে সে সময় টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন রাজ। তিনি বলেন, “তিন মাস না হলে তো জানাতে নেই, তাই আমরাও ব্যাপারটা বলিনি,তিন মাস পার হতেই সবার সঙ্গে খবরটা শেয়ার করে নিলাম। ভীষণ খুশি প্রত্যেকেই।” অনেকেই সে সময় মনে করেছিলেন রাজ-শুভশ্রীর এই প্রেগন্যান্সি বুঝি অপরিকল্পিত। তা যে নয়, সে কথাও স্পষ্ট করে রাজ বলেছিলেন, “কেবারেই পরিকল্পিত। আমি-শুভ ঠিকই করেছিলাম ইউভানের তিন বছর হতেই ওর একজন খেলার সঙ্গী নিয়ে আসতে হবে। সেই মতোই সবটা হচ্ছে। যদি কেউ ভাবে আনপ্ল্যান্ড তা কিন্তু একেবারেই নয়।” আপাতত মাস দেড়েকের অপেক্ষা। এর পরেই তিন থেকে চার হবেন তাঁরা।

ডিনারে দু’জনে

 

অন্তঃসত্ত্বা শুভশ্রীর ইচ্ছেপূরণ রাজের

Next Article