Rajdeep Gupta: ক্যানসারের মারণথাবা, কাছের মানুষকে হারালেন রাজদীপ গুপ্ত

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 01, 2023 | 2:00 PM

Rajdeep Gupta: অভিনেতা রাজদীপ গুপ্তের পরিবারে শোকের ছায়া। ক্যানসার কেড়ে নিল কাছের মানুষকে। মা'কে হারালেন তিনি। শনিবার সকালে মৃত্যু হয়েছে তাঁর মা'য়ের।

Rajdeep Gupta: ক্যানসারের মারণথাবা, কাছের মানুষকে হারালেন রাজদীপ গুপ্ত
রাজদীপ গুপ্ত।

Follow Us

 

 

অভিনেতা রাজদীপ গুপ্তের পরিবারে শোকের ছায়া। ক্যানসার কেড়ে নিল কাছের মানুষকে। মা’কে হারালেন তিনি। শনিবার সকালে মৃত্যু হয়েছে তাঁর মা’য়ের। রাজদীপ জানিয়েছেন, হঠাৎ করে আসা এই খবরে পরিবারের সকলেই খুব ভেঙে পড়েছেন। বিশেষত তাঁর বাবা। স্ত্রী বিয়োগের ব্যথায় আপাতত তিনি জর্জরিত। স্তন ক্যানসারে ভুগছিলেন রাজদীপের মা। হয়েছিল অস্ত্রোপচারও। সুস্থ হয়েও উঠেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। রবিবার ও সোমবার বন্ধ ছিল রাজদীপের শুটিং। কিছু দিন পর থেকে আবারও শুটিংয়ে যোগ দেবেন তিনি। রাজদীপের সোশ্যাল মিডিয়া এখন সিক্ত তাঁর মায়ের স্মৃতিতে। প্রথম কেমো নেওয়ার কিছু দিন পরেই ছিল রাজদীপের মায়ের জন্মদিন। সেই জন্মদিনে কেক এনে মা’কে খাইয়ে দিয়েছিলেন অভিনেতা। ওইটি তাঁর মায়ের সঙ্গে শেষ ভিডিয়ো। সেই ভিডিয়োও শেয়ার করেছেন তিনি। একই সঙ্গে শেয়ার করেছেন মায়ের সঙ্গে তাঁর ছোটবেলার এক ছবিও। কত স্মৃতি যে জুড়ে আছে সেই ছবির সঙ্গে। রাজদীপের পাশে তাঁর শুভানুধ্যায়ীরা। শোক কাটিয়ে উঠুন অভিনেতা এমনটাই চাইছেন তাঁরা। এই মুহূর্তে ‘পঞ্চমী’ ধারাবাহিকে অভিনয় করছেন রাজদীপ। টিআরপিতে ওই ধারাবাহিক মোটামুটি ভাল ফল ধরে রাখলেও, গত সপ্তাহে খানিক পিছিয়ে গিয়েছে নম্বর।

Next Article