Viral Video: আদরের চুম্বন, বাঙালি অভিনেত্রীর সঙ্গে রামগোপালের ঘনিষ্ঠ ভিডিয়ো ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 17, 2022 | 3:02 PM

Viral Video: কিছুদিন আগেই ৬০ বছরের জন্মদিন গিয়েছে রামগোপালের। নয়না সেখানে হাজির থাকবেন না তা কী করে হয়।

Viral Video: আদরের চুম্বন, বাঙালি অভিনেত্রীর সঙ্গে রামগোপালের ঘনিষ্ঠ ভিডিয়ো ভাইরাল
বাঙালি অভিনেত্রীর সঙ্গে রামগোপালের ঘনিষ্ঠ ভিডিয়ো ভাইরাল

Follow Us

ঊর্মিলা মাতন্ডকরকে শো-বিজের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন রামগোপাল বর্মা। তাঁদের সম্পর্ক নিয়েও এক সময় হয়েছে অনেক চর্চা। তবে তা অতীত। বলিপাড়ার গুঞ্জন বলে বাঙালি অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়ই নাকি রামগোপালের জীবনে বর্তমান ‘অনুপ্রেরণা’। যদিও নয়না তাঁকে পরিচয় দেন মেন্টর হিসেবে। এবার মেন্টরের জন্মদিনেই আদরের চুম্বন তাঁর। গাল ভরিয়ে দিলেন চুমুতে। আর ইন্ডাস্ট্রির রামুও আদরে জাপটে ধরলেন তাঁর কোমর।

কিছুদিন আগেই ৬০ বছরের জন্মদিন গিয়েছে রামগোপালের। নয়না সেখানে হাজির থাকবেন না তা কী করে হয়। লাল শাড়িতে তিনি ছিলেন উজ্জ্বল। রামগোপালের বাহুলগ্না হয়েই ধরা দিলেন ভাইরাল ভিডিয়োতে। সেই ঘনিষ্ঠ ভিডিয়ো সামনে আসার পরেই যদিও শুরু হয়ে সমালোচনা, বঙ্গতনয়াকে নিয়ে তুলনা চলছে ঊর্মিলা অথবা অন্তরা মালির। তাঁর সঙ্গে রামগোপালের বিশেষ সম্পর্ক নিয়েও চলছে কাঁটাছেঁড়া।

রামগোপালের আগামী ছবি ডেঞ্জারাসে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। যদিও সেই ছবি মুক্তির ঠিক দুদিন আগে স্থগিত রাখতে বাধ্য হন পরিচালক। বির মুখ্য বিষয় ছিল এক সমকামী যুগলকে কেন্দ্র করে ক্রাইম থ্রিলার। রামগোপাল বর্মার দাবি, ছবির কনসেপ্টের জন্যই নাকি হল মালিকদের তরফে সহযোগিতা মেলেনি। টুইটারের মাধ্যমে রামগোপাল লেখেন, “সবাইকে দুঃখের সঙ্গে জানাচ্ছি। সিনেমা হল মালিকদের অসহযোগিতার জন্য আমায় সিনেমাটির মুক্তি স্থগিত করতে হচ্ছে। এই অবিচারের বিরুদ্ধে আমরা লড়াই করব। এবং অবশ্যই পরে একটি তারিখে মুক্তি করব ছবিটি।”

দিন কয়েক আগেই টিভিনাইন বাংলাকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রামগোপাল জানিয়েছিলেন, সেন্সর বোর্ডের তরফে কোনওরকম সমস্যার সম্মুখীন হতে হয়নি ছবিটিকে। তিনি বলেছিলেন, “সেন্সর বোর্ডের সবসময় দু’টো জিনিসে সমস্যা। এক, থিম। দুই অডিয়ো ভিজুয়াল কাট। থিমের ক্ষেত্রে বলি, ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিতা অপরাধ নয়। তাই আমার ছবির থিমেও অসুবিধে ছিল না আর দ্বিতীয় ক্ষেত্রে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম সেন্সর বোর্ড দেরি করবে, ঝামেলা হবে। কিন্তু আমায় ভুল প্রমাণ করে দিয়েছেন তাঁরা।”

তবে সেন্সর বোর্ড আরজিভিকে ভুল প্রমাণ করলেও, ৩৭৭ ধারার প্রয়োগ ঘটলেও এখনও পর্যন্ত সমকামিতা যে ট্যাবু হয়েই রয়ে গিয়েছে সিনেমা স্থগিতের ঘটনাটি যেন সেই কথাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল।

 

 

Next Article