Tollywood Gossip: স্বামীজির উদ্বৃতি তুলে চেঙ্গিজকে সুপারহিট ঘোষণা জিতের, পাল্টা দিলেন রানা

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

May 02, 2023 | 9:12 PM

Tollywood Box Office: জিৎ-রানার এই চেঙ্গিজ-চর্চা সাড়া ফেলেছে ইতিমধ্যেই। প্রশ্নের অবতারণা করেছে জিতের এমন ভাল উদ্যোগকে খাটো করে দেখার ভাবনা নিয়েও।

Tollywood Gossip: স্বামীজির উদ্বৃতি তুলে চেঙ্গিজকে সুপারহিট ঘোষণা জিতের, পাল্টা দিলেন রানা

Follow Us

এন্টারটেনমেন্ট ডেস্ক: নাম না করে স্বামী বিবেকানন্দের বাণী দিয়ে প্রযোজক রানা সরকারকে জবাব দিলেন জিৎ। যার পাল্টা হিসেবে সেই বিবেকানন্দকেই ঢাল করলেন ওই প্রযোজকও। বেশ কিছুদিন ধরেই ‘চেঙ্গিজ’ ছবির অভিনেতা-প্রযোজককে আসল বক্স অফিস রিপোর্ট নিয়ে বিঁধেছেন প্রযোজক রানা সরকার। যা নিয়ে জিৎ ফ্যানেদের ক্রমাগত ট্রোলের মুখে পড়েছেন রানা সরকার। মঙ্গলবার স্বামী বিবেকানন্দকে সম্বল করে পরোক্ষে তাঁকেই পাল্টা জবাব দেন জিৎ। আর এই আবহেই জিৎ-রানার দ্বৈরথে উত্তপ্ত হল বিনোদুনিয়া। যদিও রানার আক্রমণের নেপথ্যে জিতের নাম উঠলেও অভিনেতার প্রতিক্রিয়ায় নেই কোনও নামই। অর্থাৎ প্রকাশ্যে সরাসরি নাম নিয়ে পাল্টা জবাবের পথে হাঁটেননি ‘চেঙ্গিজ’-র অভিনেতা।

সমস্ত বিতর্কের কেন্দ্রে রয়েছে ‘চেঙ্গিজ’। সদ্য দেশজুড়ে মুক্তি পেয়েছে জিতের এই ছবি। মুহূর্তেই আলোচনার শীর্ষে উঠে এসেছেন বাংলার অভিনেতা। প্রথম কোনও বাংলা ছবিকে প্যান ইন্ডিয়া স্তরে মুক্তি দেওয়ার চর্চায় উঠে এসেছেন জিৎ। কিন্তু এই ছবিটি বক্স অফিসে সাফল্য পেয়েছে না পায়নি, তা নিয়েই শুরু হয় জল্পনা।রানার নানা কটাক্ষ নিয়ে ওঠে প্রশ্ন। তাহলে কি চেঙ্গিজ নিয়ে মিথ্যা বলা হচ্ছে? এই প্রশ্নের জবাব পরোক্ষে দেন অভিনেতা-প্রযোজক জিৎ। তিনি মঙ্গলবার তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে স্বামী বিবেকানন্দের বাণীকে আশ্রয় করে লেখেন, ‘স্বামী বিবেকানন্দকে স্মরণ করে বলছি, আমাকে আপনি পছন্দ করুন আর না করুন, সকলেই আমার কথা বলছেন। কেউ আমাকে পছন্দ করলে তিনি আমার হৃদয়ে থাকবেন। যিনি আমায় পছন্দ করেন না, তিনি আমার মস্তিষ্কে স্থান পাবেন!’ এরপরে ওই ফেসবুক-পোস্টেই জিৎ লেখেন, ‘সুপারহিট চেঙ্গিজ। সকলকে ধন্যবাদ।’ বিতর্কে জল ঢেলে এই পোস্টের মাধ্যমে জিৎ জানিয়ে দেন, তাঁর ছবি ‘চেঙ্গিজ’ হিট!

এর পরেই প্রযোজক রানা সরকার তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লেখেন, ‘জিৎ আর সত্যজিৎ, দু-জনেই সুপারহিট!’ আরও একধাপ এগিয়ে ফের কটাক্ষ ছুঁড়ে দেন রানা। তিনি ফের ফেসবুকে লেখেন, ‘মিথ্যে বক্সঅফিস রিপোর্ট দেওয়া মানুষকে কখনও ক্ষমা কোরো না- স্বামী বিবেকানন্দ’! পরোক্ষে জিতের করা মন্তব্য যে মিথ্যা, একথায় বুঝিয়ে দেন এই প্রযোজক!

জিৎ-রানার এই চেঙ্গিজ-চর্চা সাড়া ফেলেছে ইতিমধ্যেই। প্রশ্নের অবতারণা করেছে জিতের এমন ভালো উদ্যোগকে খাটো করে দেখার ভাবনা নিয়েও। যদিও বিনোদন-জগতের আর একটা অংশের দাবি, জিতের এই ছবি ভালো উদ্যোগ হলেও এর বক্স অফিস সাফল্য তেমন নেই। পুরোটাই সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষের তৈরি করা।

Next Article