Tolly Inside: ‘নিজের মেয়ের সঙ্গে এটা কী করে পারলে’, রঞ্জিতের কাণ্ডে হতবাক হন কোয়েল!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 10, 2023 | 1:15 PM

Tolly Inside:রঞ্জিত মল্লিক-- বাংলা সিনেমার বর্ষীয়ান এই অভিনেতা কাজ করেছেন কত শত ছবিতে। তবে এ যাবৎ তাঁকে নিয়ে কোনও গসিপ নেই, নেই কোনও রটনাও। তিনি যে কতটা সজ্জন এক ব্যক্তি সে প্রমাণ ইন্ডাস্ট্রিতে ঢোকার পরেই আঁচ করতে পেরেছিলেন মেয়ে কোয়েল। সেদিন বাবার কাণ্ডে হতবাক হয়ে যান নায়িকা! 'কী করে পারলেন বাবা এমনটা'-- কিছুতেই যেন বিশ্বাস হচ্ছিল না তাঁর।

Tolly Inside: নিজের মেয়ের সঙ্গে এটা কী করে পারলে, রঞ্জিতের কাণ্ডে হতবাক হন কোয়েল!
রঞ্জিতের কাণ্ডে হতবাক হন কোয়েল!

Follow Us

 

রঞ্জিত মল্লিক– বাংলা সিনেমার বর্ষীয়ান এই অভিনেতা কাজ করেছেন কত শত ছবিতে। তবে এ যাবৎ তাঁকে নিয়ে কোনও গসিপ নেই, নেই কোনও রটনাও। তিনি যে কতটা সজ্জন এক ব্যক্তি সে প্রমাণ ইন্ডাস্ট্রিতে ঢোকার পরেই আঁচ করতে পেরেছিলেন মেয়ে কোয়েল। সেদিন বাবার কাণ্ডে হতবাক হয়ে যান নায়িকা! ‘কী করে পারলেন বাবা এমনটা’– কিছুতেই যেন বিশ্বাস হচ্ছিল না তাঁর।

কী ঘটেছিল? টিভি নাইন বাংলার এক সাক্ষাৎকারে, সে কথাই বলেছিলেন রঞ্জিত। কোয়েলের প্রথম ছবি ‘নাটের গুরু’। ওই ছবির পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। নস্টালজিক রঞ্জিৎ মল্লিকের কথায়,”হর তো আমাদের ঘরের ছেলে। হর যখন ‘নাটের গুরু’তে ওকে নিল, আমি পরিষ্কার করে হরকে বললাম, “হর দু’দিন দেখবেন, যদি দেখেন পারছে না তাহলে ওকে বাদ দিয়ে অন্য মেয়েকে নিয়ে নেবেন।” যেখানে স্বজনপোষণ নিয়ে এত কথা, সেখানে নিজের মেয়েকেই বাদ দিতে বলছেন রঞ্জিৎ। কোয়েল কিছু বলেননি? রঞ্জিৎ মল্লিকের কথায়, “কোয়েল তো বিশ্বাসই করতে পারেনি। বলে বাবা। তুমি আমায় বাদ দিয়ে দিতে বললে! আসলে কী বলুন তো, বাদ দেওয়ার কথা বলেছিলাম দু’টো কারণে। একটা ফিল্ম তৈরিতে অনেক টাকা লাগে। তাই নতুন মেয়ে যদি ঠিক করে টানতে না পারে। আর দুই, যদি কোনও কারণে রিজেক্টেড হয়ে যায় পরে বাবা হিসেবে আমারও তো খারাপ লাগবে। তাই আগেই বলেই রেখেছিলাম বাজে করলে বাদ। কিন্তু কোয়েলের ভাগ্য ভাল। সবটা ভাল হয়েছিল।”

তবে শুধু ভাগ্য ভাল হলেই তো আর হয় না। নিজেকে প্রতি ছবিতে দক্ষতার সঙ্গে প্রমাণ করেছেন নায়িকা। আজ তিনি পরিচিত টলি কুইন হিসেবে। ‘বাবা-টাবা’ দিয়ে হবে না… মেয়েকে সাবধান করেছিলেন রঞ্জিত। বাবার সেই কথা অক্ষরে অক্ষরে মেনে চলেই আজ সফল কোয়েল।

Next Article
Srabanti Brutally Trolled: ‘শাড়ি খুলে’ যেতে পারে টলি-হিরোইনের, কুৎসিত ট্রোলের মুখে পড়তে হল শ্রাবন্তীকে
Ankush Hazra: ‘সিংহের মুখে হাত’, সলমন-জিৎ-কে নিয়ে অঙ্কুশকে সাবধান করল নেটপাড়া