Prajapati Box Office: একদিনে ১ কোটি টাকার ব্যবসা বাংলা ছবির ‘প্রজাপতি’র, প্রযোজক বললেন…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jan 04, 2023 | 5:06 PM

Prajapati 1 Crore in 1 Day: দিল্লির মাল্টিপ্লেক্সে পাঞ্জাবি ছবি সরিয়ে চলছে 'প্রজাপতি'...

Prajapati Box Office: একদিনে ১ কোটি টাকার ব্যবসা বাংলা ছবির প্রজাপতির, প্রযোজক বললেন...

Follow Us

অনেকদিন পর বাংলা ছবির এমন একটি চিত্র দেখা যাচ্ছে। এমনটাই মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকে। ১ দিনে ১ কোটি টাকার ব্যবসা করেছে বাংলা ছবি ‘প্রজাপতি’। দেব-মিঠুন অভিনীত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২৩ ডিসেম্বর, দেবের জন্মদিনের ঠিক দু’দিন আগে। আসলে বড়দিনের আগেই ছবি মুক্তি করার উদ্দেশ্য ছিল দেব এবং অপর প্রযোজক অতনু রায়চৌধুরীর। তাতে বাঙালিও হলে এসে নতুন একটি বাংলা ছবি দেখার সুযোগ পায়। তারপর রমরম করে চলেছে ছবি। সপ্তাহের ব্যস্ততম দিনেও সন্ধ্যায় হাউজ়ফুল হয়েছে ছবি। ৩০ ডিসেম্বর নতুন বছরের ঠিক আগে ভারতের নানা শহরে মুক্তি পায় ছবিটি। দেবের প্রযোজনা সংস্থা জানিয়েছে ১ জানুয়ারি সারা দেশের নিরিখে ১ কোটি টাকার ব্যবসা করেছে ‘প্রজাপতি’।

এ ব্যাপারে TV9 বাংলাকে ‘প্রজাপতি’র প্রযোজক অতনু রায়চৌধুরী বলেছেন, “আমরা ধারণা নেই, এর আগে একদিনে ১ কোটি টাকার ব্যবসা কোনও ছবি করেছে কি না। আমার কাছে এটাই প্রথম। তবে প্রযোজক হিসেবে আমার ভাল লাগছে। ‘প্রজাপতি’ বাংলা ছবির ক্ষেত্রে একটা মাইলস্টোন। এই ছবি প্রমাণ করে দিল যে, ছবির জন্য প্রয়োজন কনটেন্ট। ভালভাবে ছবি তৈরি করতে পারলে, মানুষ তা নিশ্চয়ই দেখতে আসবে হলে। বাংলা ছবির জন্য যেটা দরকার ছিল, তা হল দর্শককে হলে ফেরানো। সেটা ‘প্রজাপতি’ পেরেছে। মাঝখানে দু’-একটা ছবি ছাড়া বছরে বাংলা ছবি চলছিলই না। আমার শেষ ছবি ‘টনিক’ ব্লকবাস্টার হয়েছে। সারাভারতে ভীষণ ভাল বিক্রি হয়েছে ‘প্রজাপতি’। সারা ভারতের বিভিন্ন শহরের ৩৪টা সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। এত বড় রিলিজ় বাংলা সিনেমার হয় না। এমনও হয়েছে দিল্লির মাল্টিপ্লেক্সে পাঞ্জাবি ছবি সরিয়ে ‘প্রজাপতি’ দেখাতে শুরু করেছে। এটা তো বাংলা ছবির জন্য বড় ব্যাপার…”

বাবা-ছেলের মিষ্টি রসায়নের গল্প বলেছে ‘প্রজাপতি’। সেই দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেব এবং মিঠুন চক্রবর্তী। ছিলেন মমতা শঙ্কর, অম্বরীশ ভট্টাচার্য, শ্বেতা ভট্টাচার্য এবং কৌশানী মুখোপাধ্য়ায়ও।

Next Article