Relationship: প্রেমের জন্মদিন, সুরঙ্গনাকে ভালবাসায় ভাসালেন ঋদ্ধি

Relationship: দু’জনেরই ডেবিউ ছবি ছিল সেটি – ঋদ্ধি সেন এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্য়ায়। সেই থেকেই ভাললাগা এবং ভালবাসা। প্রেমিকা সুরঙ্গনাকে গত আট বছর ধরে এভাবেই ভালবেসে চলেছেন ঋদ্ধি।

Relationship: প্রেমের জন্মদিন, সুরঙ্গনাকে ভালবাসায় ভাসালেন ঋদ্ধি

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 16, 2023 | 10:07 AM

দেখতে-দেখতে ৮ বছরের যাত্রাপথ পেরিয়ে গেছে বাংলা ছবি ‘ওপেন টি বায়োস্কোপ’। জানুয়ারি মাসেই এই ছবি আট বছর পার করেছে। এই ছবিতে অভিনয় করেছিলেন ঋদ্ধি সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ধি মজুমদার, রাজর্ষি নাগরা। ছবির ৮ নম্বর বর্ষপূর্তির আনন্দে চলতি বছর জানুয়ারি মাসেই পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্য়ায়কে খোলামেলা কিছু কথা বলেছিলেন ঋদ্ধি। করেছেিলেন সিকুয়্যেল তৈরির আর্জিও। যে পোস্ট ঋদ্ধি করেছিলেন, তাতে তিনি লিখেছিলেন, “বলছি অনিন্দ্যদা, আজকে ‘ওপেন টি বায়োস্কোপ’-এর ৮ বছর হল, তা হলে একটা সিকুয়্যেল হোক?” সিকুয়্যেলের নাম সম্পর্কেও লিখেছিলেন ঋদ্ধি। বলেছিলেন, “নাম হতে পারে তোমার ‘ওপেন টি বায়োস্কোপ’-এর ভাবা প্রথম নামটা, কারণ আমাদের পাঁচজনের ঠিকানা এখনও তোমার রাখা সেই প্রথম নামটাতে, আমরা এখনও ওখানেই থাকি, -“বন্ধু বাইলেনে”।

এই ছবির সঙ্গেই এক অদ্ভুত যোগ রয়েছে সেলেব জুটির। তাঁরা হলেন, ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। এই ছবি তৈরি করতে গিয়ে আলাপ। দু’জনেরই ডেবিউ ছবি ছিল সেটি – ঋদ্ধি সেন এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্য়ায়। সেই থেকেই ভাললাগা এবং ভালবাসা। প্রেমিকা সুরঙ্গনাকে গত আট বছর ধরে এভাবেই ভালবেসে চলেছেন ঋদ্ধি। সুরঙ্গনাও প্রথম ছবির সহঅভিনেতাকেই মন দিয়ে বসেছিলেন।

তাই ছবির হাত ধরে তাঁদের সম্পর্কও পৌঁছে গেল আট বছরে। আর সেই বিশেষ দিন সেলিব্রেশনেই ঋদ্ধির পোস্ট সকলের নজর কাড়ল। সুরঙ্গনার সঙ্গে একটি পোস্ট শেয়ার করে তিনি লিখলেন, প্রথম দেখা আট বছর আগে l তবে এই অন্তহীন ‘শেষের’ জন্মভূমিতে ‘আজটাই প্রথম’ ।

সুরঙ্গনার জন্মদিনেও একইভাবে পোস্টে তিনি ভালবাসায় ভরিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় বরাবরই এই জুটি সক্রিয়। সেদিনও সুরঙ্গনার সঙ্গে ছবি শেয়ার করে ঋদ্ধি লিখেছিলেন, “…তোমার আজ ২৫ হল। কাল তুমি নিজেকে ফের ১৬ ভাবতে পারো। কিংবা ভাবতে পারো তোমার ৬০ বছর হয়েছে। যে বয়সেই থাক না কেন, আমি তোমার হাতটা ধরে থাকবই সব সময়। আমাদের জীবন ও আমাদের ভবিষ্য়ৎ গোলাপের বিছানা নয়। আমাদের আকাশের রং নীল নয়। আমাদের হয়তো আকাশে ধোঁয়া থাকবে, দূষিত জল থাকবে, বিষাক্ত সামুদ্রিক ফেনা থাকবে… কিন্তু স্বপ্নও থাকবে বাস্তবকে অবজ্ঞা না করে। এত কিছুর পরও এই পৃথিবীটা সুন্দর। আর তোমার উপস্থিতি এই পৃথিবীকে আরও সুন্দর করে তোলে। শুভ জন্মদিন।”