বাবার সঙ্গে নতুন করে আলাপ করালেন ঋতাভরী, শেয়ার করলেন ছবি

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 05, 2021 | 11:48 AM

Ritabhari Chakraborty: উৎপলেন্দু শুধুমাত্র ঋতাভরীর জন্মদাতা বাবা। অন্তত অভিনেত্রীর কাছে এর থেকে বেশি গুরুত্ব নেই।

বাবার সঙ্গে নতুন করে আলাপ করালেন ঋতাভরী, শেয়ার করলেন ছবি
ঋতাভরী চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

বাবার সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। টলি পাড়ায় প্রায় সকলেই জানেন পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী এবং পরিচালক শতরূপা সান্যালের ছোট মেয়ে ঋতাভরী। বড় মেয়ে চিত্রাঙ্গদা। কিন্তু উৎপলেন্দুর সঙ্গে দুই মেয়ের সম্পর্ক একেবারেই ভাল নয়। তারপরও যখন সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিলেন ঋতাভরী, তা তো শিরোনামে থাকবেই।

ইনস্টাগ্রাম স্টোরিতে বাবার সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন ঋতাভরী। আসলে অনুরাগীদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। একজন বাবার সঙ্গে ছবি দেখতে চান। তখনই যে ছবিটি পোস্ট করেন ঋতাভরী, সেখানে তাঁর সঙ্গে রয়েছেন মা শতরূপা। ঋতাভরীর কাছে মা এবং বাবা একজনই। তিনি শতরূপা।

ঋতাভরীর ইনস্টাগ্রাম স্টোরি থেকে নেওয়া স্ক্রিন শট।

উৎপলেন্দু শুধুমাত্র ঋতাভরীর জন্মদাতা বাবা। অন্তত অভিনেত্রীর কাছে এর থেকে বেশি গুরুত্ব নেই। ছোটবেলায় মা এবং তাঁদের সঙ্গে বাবার অভব্য ব্যবহারের কথা আগেই প্রকাশ্যে শেয়ার করেছেন তিনি। ফলে বাবা হিসেবে উৎপলেন্দুকে স্বীকৃতি দিতে চান না দুই বোন। বরং আজ তাঁরা যতটুকু করতে পারছেন, তার সব কৃতিত্বই মায়ের, এমন দাবিই করেন।

ঋতাভরী আজও মিস করেন তাঁর দিদিমাকে। দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় ক্যানসারে আক্রান্ত দিদিমাকে হারান। আজও ফিরে যেতে চান স্কুলের দিনগুলোতে। সে সময়ের ছবি শেয়ার করতে চান বারবার। স্ট্রবেরি ব্যানানা স্মুদি পছন্দ করেন। আন্তর্জাতিক সফরে প্রথম গিয়েছিলেন রাশিয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস থেকে পড়াশোনা করেছেন। এমন বহু অজানা অথবা স্বল্প জানা প্রশ্নের উত্তর দিয়েছেন।

আরও পড়ুন, ছেলের প্রথম ছবি শেয়ার করলেন স্নেহা চট্টোপাধ্য়ায়

আরও পড়ুন, মিউজিক ইন্ডাস্ট্রির লিঙ্গ বৈষম্য নিয়ে মুখ খুলে বিস্ফোরক অনুষ্কা শংকর

Next Article
দাম্পত্য জীবনে আশীর্বাদ চাইলেন অপরাজিতা, বিশেষ কারণ?
কোয়েলের ইনস্টাগ্রামে শেয়ার হবে আপনার ফিটনেস ভিডিয়ো, কী ভাবে?