চার মিনিট একুশ সেকেন্ডের ভিডিওতে নিজের স্কুলকে ঘুরিয়ে দেখিয়ে ছিলেন ঋতাভরী (Ritabhari Chakraborty)। ক্লাসরুম, চক পেন্সিল, বেঞ্চ, করিডর, ক্লাসটিচারের বকুনি সব রেখে দিয়েছিলেন সযত্নে। আর ছিল ভরা গলায়—‘দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা’। স্কুলের বন্ধুদের সঙ্গে সময়গুলো কাটাতে তিনি আবার ফিরতে চেয়েছিলেন তাঁর স্কুল ‘হরিয়ানা বিদ্যামন্দির’-এ। ফেলে আসা সব টুকরো স্মৃতি এক কোলাজে রাখা হয়েছিল ভিডিয়োতে। সেই কোলাজে মিশে গিয়েছিল ঋতাভরীর গলায় গাওয়া প্রথম গান। ইউটিউবে তুমুল সাড়াও পেয়েছিল।
আরও পড়ুন মধ্যরাত পেরতে না পেরতে মেয়ে সুহানাকে নিয়ে কী পোস্ট করলেন শাহরুখপত্নী গৌরি?
এ সব কথা গত বছর, ডিসেম্বর মাসের। তারপর পেরিয়েছে চার-চারটি মাস। বর্ষা ঋতু আসবে আসবে বলে অপেক্ষারত। কিন্তু আবার ঋতাভরী তাঁর দ্বিতীয় সিঙ্গলসে ভিজিয়ে দিলেন তামাম শ্রোতাদের। নতুন হিন্দি গান—‘সাওয়ান’ রিলিজ করলেন অভিনেত্রী। না এবার তিনি শুধু গানটি গাননি, লিখেও ফেললেন গোটা গান। ফ্যানেরা পেল ‘গীতিকার’ ঋতাভরীকে।
বৃষ্টি এবং প্রেম এই ডেডলি কম্বিনেশনে ভেসে গিয়েছে ‘সাওয়ান’। ঋতাভরীর সঙ্গে গানে গলা মিলিয়েছেন আরও এক গায়ক-গীতিকার স্বনান্দ কিরকিরে। মিউজিক ভিডিয়োতে ঋতাভরীর সঙ্গে রেইনি মনসুনে রোম্যান্স করতে দেখা যাচ্ছে ‘থপ্পড়’ খ্যাত অভিনেতা পাভেল গুলাটিকে। ‘সাওয়ান’ গানটির সঙ্গীত পরিচালক সম্বিত। মিউজিক ভিডিয়োটি পরিচালনার দায়িত্বে রয়েছেন আত্রেয়ী সেন।
চার মিনিট একুশ সেকেন্ডের ভিডিওতে নিজের স্কুলকে ঘুরিয়ে দেখিয়ে ছিলেন ঋতাভরী (Ritabhari Chakraborty)। ক্লাসরুম, চক পেন্সিল, বেঞ্চ, করিডর, ক্লাসটিচারের বকুনি সব রেখে দিয়েছিলেন সযত্নে। আর ছিল ভরা গলায়—‘দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা’। স্কুলের বন্ধুদের সঙ্গে সময়গুলো কাটাতে তিনি আবার ফিরতে চেয়েছিলেন তাঁর স্কুল ‘হরিয়ানা বিদ্যামন্দির’-এ। ফেলে আসা সব টুকরো স্মৃতি এক কোলাজে রাখা হয়েছিল ভিডিয়োতে। সেই কোলাজে মিশে গিয়েছিল ঋতাভরীর গলায় গাওয়া প্রথম গান। ইউটিউবে তুমুল সাড়াও পেয়েছিল।
আরও পড়ুন মধ্যরাত পেরতে না পেরতে মেয়ে সুহানাকে নিয়ে কী পোস্ট করলেন শাহরুখপত্নী গৌরি?
এ সব কথা গত বছর, ডিসেম্বর মাসের। তারপর পেরিয়েছে চার-চারটি মাস। বর্ষা ঋতু আসবে আসবে বলে অপেক্ষারত। কিন্তু আবার ঋতাভরী তাঁর দ্বিতীয় সিঙ্গলসে ভিজিয়ে দিলেন তামাম শ্রোতাদের। নতুন হিন্দি গান—‘সাওয়ান’ রিলিজ করলেন অভিনেত্রী। না এবার তিনি শুধু গানটি গাননি, লিখেও ফেললেন গোটা গান। ফ্যানেরা পেল ‘গীতিকার’ ঋতাভরীকে।
বৃষ্টি এবং প্রেম এই ডেডলি কম্বিনেশনে ভেসে গিয়েছে ‘সাওয়ান’। ঋতাভরীর সঙ্গে গানে গলা মিলিয়েছেন আরও এক গায়ক-গীতিকার স্বনান্দ কিরকিরে। মিউজিক ভিডিয়োতে ঋতাভরীর সঙ্গে রেইনি মনসুনে রোম্যান্স করতে দেখা যাচ্ছে ‘থপ্পড়’ খ্যাত অভিনেতা পাভেল গুলাটিকে। ‘সাওয়ান’ গানটির সঙ্গীত পরিচালক সম্বিত। মিউজিক ভিডিয়োটি পরিচালনার দায়িত্বে রয়েছেন আত্রেয়ী সেন।