ঋতুপর্ণা সেনগুপ্তর জীবনে দেখা দিলে নতুন প্রেম? অভিনেতা অভিনেত্রীদের প্রেমে প্রতি নিয়ত পড়েন ভক্তরা। তাঁদের আচরণ তাঁদের অভিনয় তাঁদের লুক সবকিছুই দর্শকদের বারবার আকর্ষণ করে থাকে। পলকে তাঁরা হয়ে ওঠেন শত শত মানুষের স্বপ্নের রাজকন্যা কিংবা স্বপ্নের রাজপুত্র। যাঁদেরকে মন দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না কেউ। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও এমনই বহু মানুষ মন দিয়েছেন। বর্তমানে তিনি বিবাহিত, রয়েছে সন্তান। অভিনয় জগতে কাজের পাশাপাশি সামলাচ্ছেন সংসার। নাচের জগতে থেকেও নিজেকে বিন্দুমাত্র সরিয়ে নেননি তিনি। সবই ঠিক ছিল, তাই বলে প্রেম? না, খুব একটা অবাক হওয়ার কিছু নেই। কারণ এমন প্রেমে অধিকাংশ মানুষই পড়ে থাকেন।
তবে শত ব্যস্ততার মধ্যে এবার কীসের প্রেমে পড়লেন অভিনেত্রী জানেন? ঋতুপর্ণা নিজেই সোশ্যাল মিডিয়ায় কোনওরকম রাখ ঢাক না করেই তার খোঁজ দিলেন। গাড়ির স্টিয়ারিংয়ে বসে একটি ছবি শেয়ার করেছেন তিনি। গাড়ি চালাচ্ছেন ঋতুপর্ণা। এটাই তাঁর কাছে এখন নতুন ভালবাসা ভাললাগা। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট প্রকাশ্যে আসতেই সকলেই লাইক কমেন্ট করে গেলেন। নতুন নতুন গাড়ি চালাতে গিয়ে গাড়ি চালানোর প্রেমে পড়লেন তিনি। ক্যাপশনে লিখেন, ‘নতুন প্রেমের খোঁজ। আমার আন্তর্জাতিক লাইসেন্স নিয়ে বিদেশে শহর ভ্রমণ।’ বিষয়টা যে তিনি বেশ উপভোগ করছেন, সে তৃপ্তি তাঁর চোখেমুখে স্পষ্ট। আর তাই এখন তিনি এই বিষয়টাতেই বোঝে। ভক্তদের দিলেন তারই খোঁজ।
টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক ভাল ছবি দর্শকদের উপহার দিয়ে এসেছেন তিনি। তার শেষ মুক্তি পাওয়া ছবি ‘দত্তা’। বয়সের সঙ্গে সঙ্গে তাঁর চরিত্র নির্বাচন পাল্টেছে। পাল্টেছে তাঁর অভিনয় ঘরানা, তবুও ক্যামেরার সামনে থেকে কখনও-ই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেননি তিনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টে দর্শকদের কাছে নতুন নতুন রূপে হাজির হচ্ছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবরই সক্রিয়। এবার তাই এই পোস্টও সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।