Tollywood Jodi: প্রসেনজিতের সঙ্গে জুটি ভাঙায় কি ভেঙে পড়েছিলেন ঋতুপর্ণা? মুখ খুললেন খোদ অভিনেত্রী

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 02, 2023 | 5:26 PM

Tollywood: ভাল কাজ হচ্ছে, বেশ কয়েকজন জুটিতেই কাজ পাচ্ছেন, তবে কেন তৈরি হচ্ছে না আরও একটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত?

Tollywood Jodi: প্রসেনজিতের সঙ্গে জুটি ভাঙায় কি ভেঙে পড়েছিলেন ঋতুপর্ণা? মুখ খুললেন খোদ অভিনেত্রী

Follow Us

তিন দশক ধরে বাংলার পর্দায় রাজত্ব করে চলেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একের পর এক ছবি এই জুটি একসঙ্গেই করেছেন। দর্শকদের মনে রাতারাতি জায়গা করেছিলেন তাঁরা। পর পর ছবি কেবল তাঁদের ঝুলিতেই। কথায় বলে উত্তম কুমার ও সুচিত্রা সেনের পর বাংলার জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। কোথাও গিয়ে কী এই জুটির সমীকরণই শেষ…! অর্থাৎ এই জুটির পর এভাবে জনপ্রিয় হোতে আর কোনও জুটিকে দেখা যায়নি। কিন্তু কেন? সুযোগ সুবিধে সবই তো আছে? ভাল কাজ হচ্ছে, বেশ কয়েকজন জুটিতেই কাজ পাচ্ছেন, তবে কেন তৈরি হচ্ছে না আরও একটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত?

এক সাক্ষাৎকারে এই প্রশ্ন নিজেই তুলেছিলেন অভিনেত্রী। প্রশ্ন করে জানতে চেয়েছিলেন, এখন তবে কোথায় থাকছে খামতি? উত্তর দিয়েছিলেন নিজেই। সাফ জানিয়েছিলেন কোথাও গিয়ে যেন আত্মরিকতার অভাব। হৃদয়টা থাকছে না। ঋতুপর্ণা সেনগুপ্ত সেদিন রাখঢাক না করেই বলেছিলেন, প্রচুর পরিশ্রমের ফল এই জুটি। প্রচুর মানুষের ভালবাসা আছে। প্রচুর মানুষের আশীর্বাদ রয়েছে। প্রচুর মানুষকে এই জুটি প্রেক্ষাগৃহে নিয়ে গিয়েছে। দর্শকদের দেখেছি তো, তাঁরা কাঁদছেন, হাত দিয়ে ছোঁয়ার জন্য ডাকছেন। এটা রাতারাতি তৈরি হতে পারে না। সেখানে তো আমাদেরও ১০০ শতাংশ কমিটমেন্ট রয়েছে কাজের প্রতি। শুধুমাত্র কটা হোডিং, কটা পোস্টারে তো সীমাবদ্ধ নেই। কাজের প্রতি ভালবাসাটাই আসল। এত বছরেও এই কমিটমেন্টটা কখনও নষ্ট হয়নি।
এই জুটি ভেঙে যে কী জীবনে শূন্যতা নেমে আসে ঋতুপর্ণার? না, সেভাবে নয়, তবে সংগ্রামটা ছিল। ঋতুপর্ণার কথায়, সংগ্রাম আগেও ছিল, এখনও রয়েছে। তবে একসঙ্গে কাজ করার সংগ্রামের সংজ্ঞাটা একটু অন্যছিল। তখন একসঙ্গে প্রচুর ছবি করা। সকাল থেকে রাত হয়ে, কখন যে ভোর হয়ে যেত বুঝতেই পারতাম না। সেখানে কোনও মেকআপ ভ্যান নেই…। আজ সময়টা অনেক পাল্টে গিয়েছে।

তবে জুটি প্রসঙ্গ এড়িয়ে না গিয়ে সাফ জানিয়েছিলেন ঋতুপর্ণা, না, তিনি মোটেও শূণ্যতায় ডোবেননি। কারণ সেই সময় তিনি বেশ কিছু অন্যস্বাদের ছবি করা শুরু করে দিলেন। যেখানে নায়িকা হিসেবে দর্শকেরা চিনতে শুরু করলেন অন্য ঋতুপর্ণাকে। সেই তালিকায় যেমন তৃষ্ণা ছিল, তেমনই ছিল আলো।

Next Article