‘বাবা’ শব্দের কোনও বিকল্প হয় না। বিকল্প হয় না বাবা মানুষটিরও। আজ থেকে ঠিক ১১ বছর আগে এই মানুষটিকে হারিয়েছিলেন ‘টলি কুইন’ ঋতুপর্ণা সেনগুপ্ত। বাবার স্মৃতিতে তাঁকে একটি চিঠি লিখেছেন অভিনেত্রী।
সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঋতুপর্ণা। চিঠিতে হৃদয় নিংড়ে দিয়েছেন। প্রত্যেকটি শব্দে স্পষ্ট, আজও কতখানি মিস করেন বাবাকে। লিখেছেন, এখনও বাবার কণ্ঠস্বর শুনতে পান। সবকিছুতে বাবাকে খুঁজে পান। আমরা কোথাও ঠিক মতো পৌঁছলাম কিনা, জানতে যেন বাবারা খোঁজ নেন। তেমনই খোঁজ নিতেন ঋতুপর্ণার বাবা। তাই আজও ঋতুপর্ণার কানে বাজে বাবার হাসির শব্দ।
সম্প্রতি ‘অন্তর্দৃষ্টি’ ছবির শুটিংয়ে ব্যস্ত ঋতুপর্ণা। এই ছবিটি স্প্যানিশ সাইকোথ্রিলার ‘জুনিয়াস আইজ’-এর বাংলা রিমেক। ঋতুপর্ণার সঙ্গে ছবিতে অভিনয় করছেন শন বন্দ্যোপাধ্যায়। উত্তরভারতের পাহাড়ে চলছে ছবির শুটিং। বাংলা ছাড়াও হিন্দি এবং দক্ষিণী ভাষায় তৈরি হচ্ছে ছবিটি। হিন্দি ভাষার ছবির নাম ‘ব্লার’। সেখানে মুখ্য ভূমিকায় তাপসী পান্নু। ছবিটি প্রযোজনাও করছেন তাপসী। সম্প্রতি শুটিংও শুরু করেছেন।
আরও পড়ুন: ‘শেরশাহ’-এ নেই শাহরুখ? ক্যামিও রোলে দেখা যাবে না কিং খানকে